২ ডিসেম্বর ভোর ৩টা:৫০মিনিটে চীনের দক্ষিণ বিমান কোম্পানির সিনচিয়াং শাখা কোম্পানির হজ্বযাত্রী-বাহী প্রথম বিশেষ বিমান উরুমুচি হয়ে মক্কার উদ্দেশ্য যাত্রা করেছে ।
আমাদের সংবাদদাতা চীনের ইসলামিক পরিষদ থেকে খবরে পেয়েছে যে, ২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৭০০জন চীনা মুসলমান মক্কায় হজ্বের জন্য যাত্রা করবেন । এবার হচ্ছে ইতিহাসে সবচেয়ে বেশি চীনা হজ্বযাত্রীদের মক্কায় হজ্বযাত্রা করা । হজ্বযাত্রীরা পৃথক পৃথকভাবে ৩০টি বিশেষ বিমান যোগে চীনের লানচৌ, উরুমুচি, খুনমিং এবং পেইচিং থেকে রওয়ানা হয়ে মক্কায় যাবেন ।
|