ইউরোপীয় ইউনিয়নের বর্তমান পালাক্রমিক সভাপতি রাষ্ট্র ফিনল্যান্ডে বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী পৌলা লেথোমাকি ১ ডিসেম্বর জেলসিংকিতে জোর দিয়ে বলেছেন, নারীদের মর্যাদার উন্নয়ন করা হচ্ছে এইডস প্রতিরোধ করার এক গুরুত্বপূর্ণ পূর্বশর্ত।
একই দিন অনুষ্ঠিত "বিশ্ব এইডস রোগ দিবস" সংক্রান্ত এক সেমিনারে লেথোমাকি ইইউর এইডস রোগ প্রতিরোধ করা সংক্রান্ত একটি বিবৃতি পাঠ করেছেন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এখন এইডস রোগ আক্রান্ত নারীদের সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এর জন্য ফলপ্রসূ ব্যবস্থা নেয়া উচিত। বিশেষ করে এইডস রোগ প্রতিরোধের ক্ষেত্রে গর্ভবতী নারী ও শিশুদের বিষয়টিকে প্রাধান্য দেয়া উচিত। বিবৃতিতে আরো বলা হয়েছে, নারী ও শিশুদের আর্থ-সামাজিক মর্যাদার উন্নয়ন হলে তাদের এইডস রোগ আক্রান্তের সম্ভাবনা কমানো যাবে। গর্ভবতী নারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চিকিত্সা সেবা দিলে গর্ভবতী নারী ও শিশুদের এইডস রোগ আক্রান্তের সম্ভাবনা কমে যাবে।
বিবৃতিতে জোরালো ভাষায় বলা হয়েছে, ভবিষ্যতে ইইউ এইডস রোগ প্রতিরোধের কাজ আরো জোরদার করবে এবং এইডসের ঔষধ সরবরাহের নিশ্চয়তা দেবে, যাতে এইডসের সম্প্রসারণে বাধা দেয়া যায়।
|