২ ডিসেম্বর চীনের লজিস্টিক এবং পণ্যদ্রব্য ক্রয় ফেডারেশনের প্রধান লু চিয়াং বলেছেন, ২০০৬ সালে চীনের লজিস্টিক মূল্য ৫৫ ট্রিলিয়ন ইউয়ান রেন মিনপি ছাড়িয়ে যাবে, যা গত বছরের অনুরূপ সময়ের তুলনার চেয়ে ১৫ শতাংশেরও বেশি ।
২ ডিসেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত "২০০৬ সালে চীনের লজিস্টিক শিল্পপ্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে" তিনি এ কথা বলেছেন ।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে লজিস্টিক শিল্পের উন্নতির জন্য চীনের বিভিন্ন সংশ্লিষ্ট বিভাগ বাজার জাত করণের মানদন্ড কমানো, সংশ্লিষ্ট শুল্ক পরিবর্তন করা ও আরো সুবিধামূলক নীতি চালু করাসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক কাজ করেছে ।
তিনি বলেছেন, বর্তমান চীনের লজিস্টিক শিল্প প্রাথমিক উন্নয়নের পর্যায়ে রয়েছে । এর সঙ্গে আন্তর্জাতিক মানের বিরাট গ্যাপ রয়েছে এবং চীনের অর্থনীতির উন্নয়নের ব্যাপারে অসন্তোষ রয়েছে । বিশেষ করে চীনের লজিস্টিক শিল্পের উন্নয়নের মধ্যে আঞ্চলিকতার পার্থক্য, শহর ও গ্রামের পার্থক্য এবং শিল্পের পার্থক্য অনেক বেশি ।
|