চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সংগে ১ ডিসেম্বর পেইচিং সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আসন্ন মহাপরিচালক ছেন ফোং ফু চেন সাক্ষাত করেছেন । এ সময় হু চিন থাও বলেছেন , চীন সরকার বরাবরের মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজকে সমর্থন দিয়ে যাবে এবং আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রে এ সংস্থার সংগে সহযোগিতা জোরদার করবে ।
হু চিন থাও এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে নির্বাচিত হওয়ায় ছেন ফোং ফু চেনকে অভিনন্দন জানিয়েছেন । বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং বিশ্বব্যাপী স্বাস্থ্য সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে যে ইতিবাচক প্রচেষ্টা চালিয়েছে এবং যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে , হু চিন থাও তার উচ্চ মূল্যায়ণ করেছেন । তিনি বলেছেন , বহু বছর ধরে চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত শিক্ষা জোরদার , নানা ধরণের সংক্রামক রোগ নিবারণ ও নিয়ন্ত্রণ এবং ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ জনপ্রিয় করে তোলা প্রভৃতি ক্ষেত্রে সুষ্ঠু সহযোগিতা চালিয়েছে । তিনি আশা প্রকাশ করে বলেছেন , ছেন ফোং ফু চেন তাঁর নিজের উত্তম পেশাগত দক্ষতা ও প্রচুর অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিভিন্ন দেশের জনগণের স্বাস্থ্য ও কল্যাণের পরিসেবায় পরিচালনা করবেন ।
|