চীনে বিকলাঙ্গদের মধ্যেদ্বিতীয় জরীপের এক পরিসংখ্যানে জানা গেছে , এখন চীনে মোট ৮ কোটি ২৯ লাখ ৬০ হাজার বিকলাঙ্গ আছে । এটা চীনের মোট লোকসংখ্যার ৬ শতাংশেরও বেশি ।
চীনা বিকলাঙ্গ সমিতির চেয়ারম্যান তেন ফুফাং ১ ডিসেম্বর পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন ।
তিনি বলেছেন , চীনের বিভিন্ন প্রদেশ , কেন্দ্র শাসিত মহা নগরের নানা ধরণের বিকলাঙ্গদের সংখ্যা , বিকলাঙ্গ হওয়ার কারণ , তাদের জীবনযাপনের অবস্থা এবং আরোগ্য, শিক্ষা , কর্মসংস্থান সহ নানা বিষয় এবারের জরীপে অন্তর্ভূক্ত হয় । ১৯৮৭ সালের প্রথমজরীপের তুলনায় বিকলাঙ্গদের সংখ্যা ৩ কোটি বেড়েছে। চীনা লোকসংখ্যার মধ্যে এর অনুপাত পরিবর্তন হয়েছে ।
বিকলাঙ্গদের নতুনতম অবস্থার ভিত্তিতে বিকলাঙ্গদের কাজের উন্নয়ন পরিকল্পনা , সংশ্লিষ্ট আইন বিধি এবং নীতি প্রণয়ন করার জন্যে চীন ২০০৬ সালের এপ্রিল থেকে মে পর্যন্ত বিকলাঙ্গদের মধ্যে দ্বিতীয় জরীপ চালিয়েছে ।
|