১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস । এ উপলক্ষে জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা পরিষদ এইডস প্রতিরোধে লাল ফিতা নামে পুরস্কারপ্রাপ্ত " চীনের ভালবাসার যত্ন" সংস্থাকে বোনাস বিতরণ করে ।
২০০১ সালে দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরে " চীনের ভালবাসার যত্ন" সংস্থা প্রতিষ্ঠিত হয় । কুয়াংতুং , কুয়াংসি , ইউয়ুনান , ও হুপেই এই ৪টি প্রদেশে সংস্থাটি ছড়িয়ে আছে । হাসপাতালের মাধ্যমে সংস্থাটি আবাসিক এলাকার এইডস ভাইরাসবহনকারীদের এবং এইডস রোগীদের পরিসেবা ও যত্ন নেয় ।
উল্লেখ্য , লাল ফিতা নামে পুরস্কার জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা পরিষদ ও জাতিসংঘ এইডস পরিকল্পনা পরিষদের উদ্যোগে এবং বিশ্বেএইডস প্রতিরোধে গুরুত্বপূর্ণ অকবদানকারী সংস্থা ও ব্যক্তিদের প্রশংসা করার জন্যে প্রতিষ্ঠিত হয় । দু' বছর একবার করে পুরস্কার বিতরন করা হয় ।
|