বিশ্ব ব্যাংকের চীন ব্যুরোর প্রধান তু তাউই ১ ডিসেম্বর পেইচিংয়ে এক সাক্ষাত্কারে বলেছেন , ২০০৭ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবছরের চেয়ে কিছুটা মন্থর হবে ।
তিনি বলেছেন , বিশ্ববাণিজ্য সংস্থায় অন্তর্ভূক্ত হওয়ার পর চীনের রপ্তানি বৃদ্ধিহার বজায় রেখেছে । এটা চীনের অর্থনৈতিক উন্নয়নের এক প্রবল চালিকা শক্তিতে পরিণত হয়েছে । বিশ্ব বাজারে চীনের অধিক থেকে অধিকতর অংশ গ্রহণের সঙ্গে সঙ্গে এই উচ্চ বৃদ্ধিহার সবসময় বজায় থাকবে না । চীনের উচিত অর্থনৈতিকউন্নয়নের প্রধান চালিকা শক্তিকে অভ্যন্তরীণ বাজারে পরিণত করা । চিকিত্সা বীমা ও সামাজিক নিশ্চয়তা সহ বিভিন্ন ব্যবস্থার উন্নতিতেগ্রাহকদের আস্থা আরও জোরদার হয়েছে । এটা চীনের বাজারের উন্নয়নে শর্ত সৃষ্টি করেছে ।
এক পরিসংখ্যান অনুযায়ী এ বছরের প্রথম ন'মাসে চীনের মোট উত্পাদন মূল্য অনুরূপ সময়ের তুলনায় ১০.৭ শতাংশ বেড়েছে ।
|