আগামী ৩ ডিসেম্বর হবে চীনা জনগণের বৈদেশিক সম্প্রচার- চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা-বার্ষিকী । এ উপলক্ষে সম্প্রতি বিশ্বের কয়েকটি দেশের রাষ্ট্রধান ,সরকার প্রধান ও রাজনৈতিক দলের নেতারা পর পর চীন আন্তর্জাতিক বেতারের কাছে বাণী পাঠিয়ে তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।
যারা চীন আন্তর্জাতিক বেতারের কাছে অভিনন্দন বাণী পাঠিয়েছেন , তাদের মধ্যে রয়েছেন : ফরাসী প্রেসিডেন্ট জ্যাকি শিরাক , ই ইউ কমিটির চেয়ারম্যান দুরাও বারোসো , রোমানিয়ার প্রেসিডেন্ট ট্রাইন বাসেস্কু , মলদোভা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ভ্লাদিমির ভোরোনিন , ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি , আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ , ফিলিপিন্সের প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপ্যাকেল আরোইয়ো , ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুইয়োন থান দুং , শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নসিরি ওইকরামানাইয়াকা , লাওসের প্রধানমন্ত্রী বোয়াসোনে বোফাভান , কেনিয়ার প্রেসিডেন্ট মওয়াই কিবাকি , ট্যাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জ্যাকাইয়া কিকুয়েত , গ্যাবনের প্রেসিডেন্ট হাজী ওমার বোনগো লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জনসন সিরলিফ , সিচেলসের প্রেসিডেন্ট জ্যামস মিচেল , মরিসাসের প্রধানমন্ত্রী নাভিনচন্দ্র রামগোলাম , বলিভিয়ার প্রেসিডেন্ট এভা মোরালেস এবং কিউবার রাষ্ট্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান এসতেবান লাজো হেরনানদেজ ।
এসব দেশের নেতারা তাদের অভিনন্দন বাণীতে গত ৬৫ বছরে চীন আন্তর্জাতিক বেতারের সুউজ্জ্বল সাফল্যের উচ্চ মূল্যায়ণ করেছেন এবং কামনা করেছেন যে, চীন আন্তর্জাতিক বেতার চীনা জনগণ ও বিশ্ব জনগণের মধ্যে মৈত্রী ও পারস্পরিক সমঝোতা বাড়ানোর ক্ষেত্রে আরো বিরাট অবদান রাখবে ।
তাছাড়া জাপান , পাকিস্তান , থাইল্যান্ড , মালয়েশিয়া , আফগানিস্তান সহ বিশটিরও বেশি দেশের ত্রিশ জন সরকারী কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিও বিভিন্ন উপায়ে চীন আন্তর্জাতিক বেতারের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ।
|