v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-01 19:21:27    
চীন উদ্যোগের সংগে এইডস রোগ নিবারণ ও চিকিত্সার কাজ জোরদার করছে

cri
    ১ ডিসেম্বর হচ্ছে উনবিংশ বিশ্ব এইডস দিবস । গত কয়েক দিন চীনের বিভিন্ন স্থান এইডস প্রতিরোধ সম্পর্কে বণার্ঢ্য প্রচার ও শিক্ষামূলক কর্মসূচী নিয়েছে । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি অনুষ্ঠানে বলেছেন , চীন সরকার সবসময় এইডস রোগ নিবারণ ও চিকিত্সার কাজের ওপর গুরুত্ব দিয়ে আসছে এবং এ কাজে বিরাট অগ্রগতি আর্জন করেছে । তিনি বলেছেন , বর্তমানে এইডস রোগ নিবারণ ও চিকিত্সার ক্ষেত্রে চীন বহু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে । ভবিষ্যতে এ ক্ষেত্রের কাজ আরো জোরদার করতে হবে । এখন শুনুন এ সম্পর্কে আমাদের সংবাদদাতার লেখে একটি প্রতিবেদন । পরিবেশন করছ আমি

    চীনে এখন প্রায় ৬ লাখ ৫০ হাজার এইডস রোগী ও এইডস রোগের ভাইরাস বহনকারী রয়েছে । এইডস রোগ বিস্তারের আশংকা তীব্র আকার ধারণ করছে । চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াং লুং তে বলেছেন , চীন সরকার এইডস রোগ নিবারণ ও চিকিত্সার কাজের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্যে কিছু বাস্তব ও কার্যকর পদক্ষেপও নিয়েছে । তিনি বলেছেন ,

    এ বছর চীন " এইডস রোগ নিবারণ ও চিকিত্সা সংক্রান্ত বিধি" জারি করে এ কাজকে আইনসংগত করে তুলেছে । তাছাড়া চীন আগামী বছরের জন্যে " এইডস রোগ প্রতিরোধ ও চিকিত্সা সংক্রান্ত কর্মসূচীও" প্রণয়ন করেছে । এভাবে এ কাজের লক্ষ্য , পদক্ষেপ ও কৌশলও আরো স্পষ্ট হয়েছে ।

    তিনি আরো বলেছেন , চীনে এইডস রোগ নিবারণ ও চিকিত্সার বিভিন্ন ব্যবস্থা স্থিতিশীলভাবে সামনে এগিয়ে যাচ্ছে । গত নভেম্বর পর্যন্ত চীনে মোট ৩ শ'রও বেশি মেথাদোন চিকিত্সালয় প্রতিষ্ঠিত হয়েছে । এসব চিকিত্সালয় মোট প্রায় ৩০ হাজার মাদক আসক্তদের চিকিত্সা করেছে । ১৯৯৯ সাল থেকে চীনের অধিকাংশ জায়গায় ইঞ্জেকসন হাতিয়ার বিনিময় সংক্রান্ত প্রকল্প চালু হয়েছে । সারা দেশে প্রায় এক শ' ইঞ্জেকসন হাতিয়ার কেন্দ্র স্থাপন করা হয়েছে । তাছাড়া দরিদ্র এইডস রোগের ভাইরাস বহনকারীদের বিনা পয়সায় চিকিত্সা এবং বিনা পয়সায় তাদের এইডস রোগ পরীক্ষা সম্পর্কিত নীতিও ভালোভাবে বাস্তবায়িত হচ্ছে । চীনে এইডস রোগ সংক্রান্ত প্রচার ও শিক্ষামূলক তত্পরতাও ব্যাপক পর্যায়ে চালানো হচ্ছে । এভাবে জনসাধারণের মধ্যে এইডস সম্পর্কে সচেতনতাও অনেক বেড়েছে ।

    এইডস রোগ নিবারণ ও চিকিত্সার কাজে চীন উদ্যোগের সংগে আন্তর্জাতিক সহযোগিতা চালিয়ে যাচ্ছে । বর্তমানে চীন বিশ্ব এইডস , যক্ষা ও ম্যালেরিয়া নিবারণ ও চিকিত্সা তহবিলের কাছে ১ কোটি মার্কিন ডলার চাঁদা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে । তাছাড়া চীন সংশ্লিষ্ট দেশের সংগে এ ক্ষেত্রে সহযোগিতা চালাচ্ছে এবং এ ক্ষেত্রে আফ্রিকান দেশগুলোর সংগে সহযোগিতা চালানোর চেষ্টা করছে । চীনে চীনা ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধ দিয়ে এইডস রোগ চিকিত্সা করার গবেষণাও চলছে । এ পর্যন্ত চীনে মোট ৬ হাজারেরও বেশি এইডস রোগের ভাইরাস বহনকারী চীনা চিকিত্সা পদ্ধতিতে চিকিত্সা নিয়েছেন । এ ক্ষেত্রেও চীন আন্তর্জাতিক সহযোগিতা চালাচ্ছে ।

    এইডস রোগ নিবারণ ও চিকিত্সার ক্ষেত্রে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকেও বিপুল সাহায্য পেয়েছে । এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাহায্যকারী টাকা ২০০৩ সালের ৩ কোটি মার্কিন ডলার থেকে ২০০৬ সালের ৬ কোটি মার্কিন ডলারে উন্নীত হয়েছে । গত বৃহষ্পতিবার জাতি সংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় এক শ' শতাংশ নিরাপদ গর্ভনিরোধক হাতিয়ার সংক্রান্ত প্রকল্প পেইচিংয়ে চালু হয় । জাতি সংঘ জনসংখ্যা তহবিল ও চীনের পরিবার পরিকল্পনা সমিতির যৌথ উদ্যোগে এ প্রকল্প চালু হচ্ছে । চীনে নিযুক্ত জাতি সংঘ জনসংখ্যা তহবিলের কার্যালয়ের সহকারী প্রতিনিধি ম্যাদাম মারিয়াম খান বলেছেন ,

     ২০০২ সাল থেকে চীনের পরিবার পরিকল্পনা সমিতি সাফল্যের সংগে চীনের কুয়াং সি চুয়াং জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউ চৌ শহরে এক শ' শতাংশ নিরাপদ গর্ভনিরোধক হাতিয়ার সংক্রান্ত প্রকল্প চালু করেছে । জাতি সংঘ জনসংখ্যা তহবিল এইডস রোগের বিস্তারের৫টি উচ্চ ঝুঁকিপূর্ণ জেলায় এক শ' শতাংশ নিরাপদ গর্ভনিরোধক হাতিয়ার প্রকল্প চালু করার পরিকল্পনা হাতে নিয়েছে ।