 দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মু হুয়েন ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ভবনের ঐক্য , পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিভাগের প্রধান সুং মিন সুনকে পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত করেছেন ।
৫৭ বয়সী সুং মিন সুন সিউল বিশ্ববিদ্যালয়ের জার্মানী ভাষা বিভাগে স্নতক হন । তিনি দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের প্রধান , পোল্যান্ড নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত , ছ'পক্ষীয় বৈঠকে দক্ষিণ কোরিয়া প্রতিনিধিদলের প্রধান ইত্যাদি দায়িত্ব পালন করেছেন ।
|