শ্রীলংকার রাজধানী কলম্বোয় ১ ডিসেম্বর প্রতিরক্ষা কর্মকর্তার গাড়ি বহরের ওপর এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটেছে । এতে এক জন সৈন্য নিহত ও অন্য ১৪ জন আহত হয়েছে ।
শ্রীলংকার সামরিক পক্ষ বলেছে , সকাল ১০টা ৩০ মিনিটে বিস্ফোরণ ঘটে । প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে , বোমাটি এক মোটরসাইকেলে রাখা ছিল । যখন গাড়ি বহর আসে , তখন সশস্ত্র ব্যক্তি বিস্ফোরণ ঘটায় । স্থানীয় টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে , বিস্ফোরণের পর ঘটনাস্থলের বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে।
শ্রীলংকার সরকার বিরোধী টাইগার সংস্থার নেতা ভিলুপিল্লাই প্রভাকান ২৭ নভেম্বর স্বাধীন বিপ্লব আবার শুরু করার কথা ঘোষণার পর শ্রীলংকায় এই প্রথম গুরুতর বোমা বিস্ফোরণ ঘটেছে ।
|