ইইউ কমিটি ৩০ নভেম্বর আফগানিস্তাকে আরো ২০৬ লাখ ইউরো সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । ইইউ ৫ বছরের মধ্যে আফগানিস্তাকে ১ বিলিয়ন ইউরো দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে , নির্ধারিত সময়ের আগে তা বাস্তবায়িত হয়েছে ।
এ ২০৬ লাখ ইউরোর মধ্যে ১০৬ লাখ আফগানিস্তানের পুনর্নিমাণে দেয়া হবে । অন্য ১০০ লাখ ইউরো আফগানিস্তানের কৃষি প্রকল্পে দেয়া হবে ।
ফলে ইইউ যে ১ বিলিয়ন ইউরোর সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে , তার ৮০ শতাংশ বাস্তবায়িত হয়েছে ।
ইইউ'র কূটনীতিক ও ইউরোপের সহাবস্থান নীতি বিষয়ক একজন কর্মকর্তা বলেছেন , ইইউ কমিটি ২০০২ সালে আফগানিস্তানের দৃঢ় অংশীদার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে , এখন আমরা এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি ।
|