v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-12-01 14:12:58    
পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্

cri
    পাকিস্তান ইসলামিক প্রজাতন্ত্র দক্ষিণ এশিয়া উপমহাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। দেশটি দক্ষিণ অংশ আরব সাগরের সঙ্গে সংলগ্ন। দেশের পূর্ব দিকের প্রতিবেশী হচ্ছে ভারত, উত্তরে হচ্ছে চীন, পশ্চিমে হচ্ছে ইরান। পাকিস্তানের আয়তন ৭ লাখ ৯৬ হাজার বর্গকিলোমিটার। লোকসংখ্যা ১৪.৬ কোটি। উরদু হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। ইরেজী ভাষা হচ্ছে প্রশাসনিক ভাষা।

  "পাকিস্তান"ফার্সী ভাষা থেকে উদ্ভুত। এর অর্থ হচ্ছে পবিত্র মাটি। পাকিস্তান হচ্ছে পাঞ্জাব ও পশতু বিভিন্ন জাতি নিয়ে গঠিত ইসলামিক দেশ। ৯৫ শতাংশেরও বেশী বাসিন্দা ইসলাম ধর্মে বিশ্বাসী।

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ উত্তর-পূর্বাঞ্চলের পেশোয়ারের পার্বত্য এলাকায় অবস্থিত। এই পার্বত্য এলাকার সমুদ্র সমতল থেকে ছয়'শরও বেশী মিটার উচ্চুতে। রাজধানীর দৃশ্য খুবই সুন্দর। আবহাওয়াও খুব ভালো। ১৯৫৯ সালে পাকিস্তান সরকার এখানে নতুন রাজধানী প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। ১৯৭০ সালে রাজধানী প্রতিষ্ঠিত হয়। এখন লোকসংখ্যা ৯ লাখ।

    পাকিস্তানের ইতিহাস খুব দীর্ঘ। ইতিহাসে পাকিস্তান এবং ভারত একই দেশ ছিল। এরপর বৃটেনের উপনিবেশে পরিণত হয়। ১৯৪৭ সালে ১৪ আগষ্ট পাকিস্তান স্বাধীন হয়। ১৯৫৬ সালের ২৩ মার্চ পাকিস্তানে ইসলামিক প্রজাতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

    পাকিস্তান হচ্ছে একটি উন্নয়নমুখী দেশ। কৃষি হচ্ছে এর অর্থনীতির প্রধান স্তম্ভ। ভারত নদীর সমতলভূমি ও উত্তরের উপত্যকায় বিরাট জলসেচ সিস্টেম নির্মাণ করেছে। তা ধান, গম, তুলা ও আখ প্রভৃতি অর্থকরী ফসলের উত্পাদনে সুষ্ঠু শর্তের সৃষ্টি করেছে।

    পাকিস্তানের প্রধান শিল্প হচ্ছে বস্ত্র । তা ছাড়াও, আরো আছে কাগজ তৈরী, তামাক, রাসয়নিক সার, বিদ্যুত্ শক্তি, প্রাকৃতিক গ্যাস, তেল সিমেন্ট ইত্যাদি। পাকিস্তান প্রধান তেল ও পরিবহন সাজ-সরঞ্জাম প্রভৃতি পণ্যদ্রব্য আমদানি করে এবং তুলা, চাল, বস্ত্র প্রভৃতি রপ্তানি করে।

    চীন ও পাকিস্তান হচ্ছে বন্ধুত্বপূর্ণ সুপ্রতিবেশী। দু'দেশের জনগণের সুদীর্ঘ ঐতিহ্যবাহী মৈত্রী আছে। এক হাজারেও বেশী বছর আগে চীনের চিন রাজবংশ ও থাং রাজবংশের শ্যামেনরা পৃথকপৃথকভাবে পাকিস্তানের অনেক জায়গায় গিয়েছিলেন। ১৯৫১ সালে চীন ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দু'দেশের উচ্চ পর্যায়ের নেতাদের সফর-বিনিময় খুব ঘন ঘন। বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতার অব্যাহতভাবে উন্নয়ন হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও পাকিস্তানের দ্বিপাক্ষিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্পর্কের উন্নয়ন খুব দ্রুত। ২০০৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য মূল্য ৩৬০ কোটি মার্কিন ডলার পৌঁছেছে। এই সংখ্যা ইতিহাসের সর্বোচ্চ মানে পৌঁছেছে। ২০০৪ সালের ডিসেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী আজিজ চীন সফর করেছিলেন। পরে পাকিস্তান সরকার চীনের পুরোপুরি বাজার অর্থনীতির মর্যাদাকে স্বীকৃতি দিয়েছে।