v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-30 20:13:51    
ভারতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোর সম্মুখীন চ্যালেঞ্জ ও সুযোগ(ছবি)

cri

 সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহতভাবে গভীরতর হওয়ার সঙ্গে সঙ্গে ভারত ক্রমে ক্রমে দক্ষিণ এশিয়ায় চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলো ভারতে তুমুল প্রতিন্দ্বন্দিতা ও নানা সুযোগ-সুবিধার সম্মুখীন হচ্ছে।

 চীনের ইস্পাত কোম্পানির ভারত লিমিটেড কোম্পানি হচ্ছে ভারতে চীনের ইস্পাত কোম্পানির প্রতিষ্ঠিত পুরো পুজিঁর শাখা কোম্পানি। ১৯৯১ সালে ভারতে এর প্রতিনিধি কার্যালয় খোলা হয়। ২০০৫ সালে আনুষ্ঠানিকভাবে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্য ক্ষেত্র হচ্ছে খনিজ সম্পদের প্রক্রিয়াকরণ, বাণিজ্য ও দ্রব্যের পরিবহনসহ সংশ্লিষ্ট প্রযুক্তির সরবরাহ ও সাজসরঞ্জামের উত্পাদন ইত্যাদি। চীনের ইস্পাত কোম্পানির ভারত লিমিটেড কোম্পানির জেনারেল ম্যানেজার ওয়াং হোং শেন বলেছেন, "ভারতীয় বাজারে প্রতিন্দ্বন্দিতা অত্যন্ত তীব্র। অপেক্ষাকৃত শক্তিশালী না হলে ভারতে সাফল্য অর্জন কঠিন ব্যাপার।"

 ওয়াং হোং শেন মনে করেন, ভারতে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সত্যি সত্যিই বহু পুঁজি বিনিয়োগ করা ও বাণিজ্যিক সুযোগ আছে। কিন্তু সকল চীনা শিল্পপ্রতিষ্ঠান এমন ভালো সুযোগ কাজে লাগতে পারে না। চীনের ইস্পাত কোম্পানি ভারতে স্থিতিশীল হওয়ার দুটি প্রধান কারণ রয়েছে। তিনি বলেছেন, "প্রথম কারণ হচ্ছে ভৌগলিক নৈকট্য। ভারতের সঙ্গে চীনের দূরুত্ব খুব কম। এ ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় এটি একটি বড় সুবিধা। দ্বিতীয় কারণ হচ্ছে দু'দেশের অর্থনৈতিক ক্ষেত্র পরস্পরের পরিপূরক।

 এখন চীনের খনিজ সম্পদের অভাব রয়েছে। আমাদের লোহা খনিতে লোহার উত্পাদনের পরিমাণ মাত্র ৩০ শতাংশ। কিন্তু ভারতের লোহা খনিতে লোহার উত্পাদনের পরিমাণ ৬০ শতাংশের বেশি। সেই জন্য আমরা ভারতের সম্পদ আমদানি করি এবং তাদেরকে প্রযুক্তি ও খনিজ শিল্পের প্রয়োজনীয় সাজসরঞ্জাম সরবরাহ করি। এর জন্য আমরা ভারতের বাজারকে গুরুত্ব দিই।"

 ওয়াং হোং শেন বলেছেন, চীন ও ভারতের অর্থনৈতিক ক্ষেত্র পরস্পরের পরিপূরক থাকার ফলে দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ইতিবাচক প্রতিন্দ্বন্দিতা হলে সকলের জয়লাভ অর্জিত হতে পারে। প্রতি বছর চীন ভারত থেকে বিপুল পরিমাণ লোহা আকরিক আমদানি করে, এর মধ্যে তিন চতুর্থাংশ হচ্ছে পাউডার খনিজ। এটা ভারতের কাছে আবর্জনা মাত্র। কিন্তু চীনে রপ্তানী করলে অনেক বিদেশী মুদ্রা আয় হয়। তাছাড়া, চীনের ইস্পাত কোম্পানি ভারতে প্রযুক্তি ও সাজসরঞ্জাম সরবরাহ করে। এটা ভারতের উত্পাদনের দক্ষতা ও দ্রব্যের গুণগত মান উন্নয়ন ত্বরান্বিত করেছে। তিনি মনে করেন, চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর ভারতে যথেষ্ঠ সহিষ্ণু থাকা উচিত, স্বল্পকালীন স্বার্থ ও এক পক্ষীয় স্বার্থ অন্বেষণ করা যাবে না। তিনি বলেছেন, "প্রকল্প বা বাণিজ্য যা হোক না কেন, আমরা মুনাফা অর্জনের পাশাপাশি ভারতকেও মুনাফা দিতে হবে। নাহলে কোম্পানি দীর্ঘকালে বাঁচতে পারবে না। ভারতে কোন অর্থনৈতিক কর্মসূচী থেকে এক রাতে হঠাত্ বেশি টাকা আয়ের আশা করা যাবে না। "

 সাম্প্রতিক দশ বছরে চীন ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিরন্তর গভীরতর হওয়ার সঙ্গে সঙ্গে দু'দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানও লক্ষণীয় উন্নতি হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯১ সালে চীন ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য ৩০ কোটি মার্কিন ডলারের কম ছিল। ২০০৫ সালে দু'দেশের বাণিজ্যিক মূল্য ১৮.৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। গড়পরতা বার্ষিক বৃদ্ধি হার ৩০ শতাংশ। এখন ভারতে চীনের প্রায় ৩০টি শিল্পপ্রতিষ্ঠান আছে। চীনের ইস্পাত কোম্পানী ছাড়া, আরো রয়েছে টেলিযোগাযোগ সংক্রান্ত চোংসিং আর হুয়াংওয়াই কোম্পানি, ঘরোয়া বৈদ্যুতিক সরঞ্জাম সংক্রান্ত টিসিএল আর হাইয়ারসহ চীনের বড় আকারের শিল্পপ্রতিষ্ঠান।

 চীনের ঘরোয়া বৈদ্যুতিক সরঞ্জামের বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান হাইয়ার গোষ্ঠী ভারতে প্রধানতঃ রেফ্রিজারেটর, রঙিং টেলিভিশন, এয়ার কন্ডিশন, মোবাইল ফোন ইত্যাদি ব্যবসা করে। ভারতে তার দু'শরও বেশি কর্মী আছে। হাইয়ার গোষ্ঠির ভারতীয় শাখা কোম্পানির প্রেসিডেন্ট ডি কে ক্যানার্জি একজন ভারতীয় ব্যক্তি। তিনি বলেছেন, তাঁদের লক্ষ্য হচ্ছে হাইয়ারের উচ্চ শ্রেণীর পণ্যদ্রব্য ভারতে পরিচয় করানো এবং ভারতের উচ্চ শ্রেণীর খুচরা-বিক্রয় বাজারে নিজের স্থান অর্জন করা। কিন্তু এই লক্ষ্য বাস্তবায়ন করতে চাইলে প্রথমে নিজের পণ্যদ্রব্যগুলোকে ভারতীয় হওয়া উচিত। তিনি বলেছেন, "হাইয়ারের পণ্য অন্যান্য কোম্পানির চেয়ে ভালো। কিন্তু এ পণ্যগুলো ভারতে উত্পাদিত হয় নি। ভারতের আবহাওয়া বৈশিষ্ট্যময়। শীতকালে অতি ঠান্ডা, গ্রীষ্মকালে খুব গরম, মাঝে মাঝে ৪৬ বা ৪৮ ডিগ্রি সেন্টিগ্রেড হয়। ফলে বিশ্ব-মুখী পণ্য হিসেবে ভারতের আবহাওয়া বিবেচনা করে উপযুক্ত সুবিন্যস্ত করা উচিত।"

 ব্যানার্জি বলেছেন, তাঁরা ভারতে একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করেছেন। সেখানে তাঁরা হাইয়ারের পণ্যের "ভারতীয়" সংস্করণ করবেন। ২০১০ সালে হাইয়ারকে ভারতীয় বাজারের তিনটি সেরা শিল্পপ্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা করবো। তিনি আরো বলেছেন, ভারতের সকল ক্ষেত্রে চীনের পুঁজি বিনিয়োগকে উত্সাহ দেয়া হয় । তবু তাঁরা ভারতের বুনিয়াদী ব্যবস্থার ওপর চীনের পুঁজি বিনিয়োগ সবচেয়ে বেশি পছন্দ করেন। কারণ ভারতের জনগণ মনে করেন, আজ চীনের অর্জিত সাফল্যের এক গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রাজপথ, একসপ্রেস সড়কপথ, বন্দর আর বিমান বন্দর নির্মাণ।