ফিলিপিন্সের পুলিশ বিভাগ ৩০ নভেম্বর বলেছে , ২৯ নভেম্বর গভীর রাতে রাজধানী ম্যানিলায় অবস্থতি পুলিশ সদর দপ্তরেএক হাতবোমা বিস্ফোরণ ও গুলিবিনিময় হওয়ায় একজন নিহত ও ৬জন আহত হয়েছে । বিস্ফোরণটি এক পুলিশ অফিসার ঘটিয়েছেন ।
পুলিশ মহলের মুখপাত্র বলেছেন , পুলিশ সদর দপ্তরের এক রেস্তরাঁয় এই ঘটনা ঘটে । কয়েকজন পদস্থ পুলিশ অফিসার রেস্তরায় জাতীয় পুলিশ বাহিনীর এক উদযাপনী অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন । হঠাত একজন পুলিশ অফিসার রেস্তরায়ঢুকে হাতবোমা নিক্ষেপ করে এবং গুলি ছুড়ে । সঙ্গেসঙ্গে একজন পুলিশ মারা যান এবং ৪জন পুলিশ , রেস্তরাঁরএকজন সেবক এবং হামলাকারী নিজেই আহত হন ।
জানা গেছে , নিজে শাস্তি পাবে এবং পদোন্নতি হবে না জেনে হামলাকারী পুলিশ বিস্ফোরণ ঘটান ।
|