চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী চাই জুন ইস্রাইল ও ফিলিস্তিন সহ সংশ্লিষ্ট দেশ সফর করবেন । সফরকালে তিনি মধ্য প্রাচ্য সমস্যা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে গভীরভাবে মত বিনিময় করবেন এবং বিভিন্ন পক্ষকে যততাড়াতাড়ি সম্ভব বৈঠকে ফিরে আসার তাগিদ দেবেন ।
চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৩০ নভেম্বর পেইচিংয়ে এক সংবাদ সম্মেলনে এ খবর দিয়েছেন ।
তিনি বলেছেন , ইস্রাইলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ফিলিস্তিনের সঙ্গে আবার বৈঠক শুরু করে শান্তিপূর্ণ উপায়ে মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান করার যে ইচ্ছা প্রকাশ করেছেন চীন তাকে স্বাগত জানায় এবং উত্তেজনাসংকুল পরিস্থিতি প্রশমিত করার জন্যে ফিলিস্তিন ও ইস্রাইল যে ইতিবাচক ব্যবস্থা নিয়েছে তার প্রশংসা করছে । তিনি বলেছেন , দুপক্ষ বাস্তব ব্যবস্থা নিয়ে পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা করে যততাড়াতাড়ি সম্ভব শান্তিপূর্ণ আলোচনা আবার শুরু করবে বলে চীন আশা করে ।
মুখপাত্র চিয়াং ইয়ু বলেছেন , নিরপত্তা পরিসদের স্থায়ী সদস্য দেশ হিসেবে চীন মধ্য প্রাচ্য সমস্যার সুষ্ঠু সমাধানে প্রচেষ্টা চালিয়ে আসছে ।
|