জর্দান সফররত মার্কিন প্রেসিডেন্ট জর্জবুশ এবং ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকি ৩০ নভেম্বর আম্মানে বৈঠক করেছেন ।
বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে বুশ বলেছেন , ইরাকের শক্তিশালী নেতা মালিকি ইরাকে স্বাধীনতা ও গণতন্ত্র বাস্তবায়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ । তাই ইরাকের সাম্প্রদায়িক সংঘর্ষ নিস্পতিতে মালিকির দৃঢ়সংকল্পতায় তিনি সন্তুষ্ট ।
মালিকি বলেছেন , যদি ইরাকের অভ্যন্তরীন ব্যাপারে হস্তক্ষেপ করা না হয় তাহলে ইরাকের স্থিতিশীলতা রক্ষা করতে সক্ষমএমন যে কোনো পক্ষের সঙ্গে তিনি সহযোগিতা করবেন । এর আগে ইরাকের গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রহিসেবে সিরিয়া ও ইরান ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করতে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছে ।
|