চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্যু কুয়ান হুয়া ৩০ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, পরবর্তী এক সময়ে চীন সক্রিয়ভাবে দ্বিপক্ষীয় , বহু পক্ষিয় ও আঞ্চলিক সংস্থার সঙ্গে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা করবে, বহু আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহযোগিতা প্রকল্প করবে।
সংশ্লিষ্ট এক অধিবেশনে স্যু কুয়ান হুয়া বলেছেন, পরবর্তীকালে চীনের জাতীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক পরিকল্পনার উন্মুক্ততার আওতা আরো সম্প্রসারিত হবে। কিছু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্প এবং বৈদেশিক বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বিনিময় করবে। প্রধানতঃ জ্বালানি সম্পদ, পরিবেশ সুরক্ষা, খাদ্যের নিরাপত্তা, জীব প্রযুক্তিসহ নানা ক্ষেত্রের সহযোগিতা হবে। তাছাড়া, বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্ত ক্ষেত্রের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের চীনে এসে সহযোগিতা ও বিনিময় করা এবং প্রশিক্ষণ দিতে উত্সাহ দেয়া হবে।
|