এশীয় উন্নয়ন ব্যাংক২৯ নভেম্বর ঘোষণা করেছে, চীনে একটি ৯৪৪ কিলোমিটার রেলপথ নির্মাণের জন্য ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে। যাতে অন্তর্দেশীয় স্বল্পোন্নত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
চীনস্থ এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি বিভাগ পেইচিংয়ে বলেছে, এই রেলপথ হচ্ছে চীনের শানসি ,শানসি ও নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে যোগাযোগের প্রথম রেলপথ। চলতি বছরের ফেব্রুয়ারীতে এই রেলপথ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ২২টি জেলার ৬৫ লাখ অধিবাসী এই রেলপথ থেকে সুবিধা পাবে।
১৯৮৬ সালে চীন এশীয় উন্নয়ন ব্যাংকে প্রবেশ করার পর চীনে নতুন রেলপথ লাইন নির্মাণের জন্য এশীয় উন্নয়ন ব্যাংক চীনকে ২.৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে।
|