চীনের উপপ্রধানমন্ত্রী চেং পেই ইয়াং ২৯ নভেম্বর পেইচিংয়ে মার্কিন বোইং কোম্পানির মহাপরিচালক জেমস ম্যাকনের্নির সঙ্গে সাক্ষাত্কালে চীন-মার্কিন যুক্তরাষ্ট্র পারস্পরিক উপকারিতামূলক ও উভয় পক্ষের জন্য কল্যাণকর আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করার ওপর বোইং কোম্পানি আরো বেশি ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন।
সম্প্রতি বোইং কোম্পানি চীনের বিমান তৈরী শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করার সমঝোতা স্মারকে যে স্বাক্ষর করেছে, চেং পেই ইয়াং তার প্রশংসা করেছেন। তিনি আশা করেন, বোইং কোম্পানি চীনের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে পারস্পরিক উপকারিতামূলক ও অভিন্ন উন্নয়নের ভিত্তিতে দীর্ঘকালীণ সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলবে,সহযোগিতা স্মারকের সংশ্লিষ্ট বিষয় যথাশীঘ্রই বাস্তবায়ন করবে, প্রযুক্তি সহযোগিতা ও আদানপ্রদান চালাবে, যাতে দু'পক্ষের সহযোগিতা একটি নতুন পর্যায়ে উন্নত করা যায়।
|