জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো তারো ৩০ নভেম্বর কংগ্রেসের এক নিরাপত্তা বিষয়ক কমিশনের সম্মেলনে বলেছেন , জাপান আণবিক বোমা উত্পাদনের প্রযুক্তি শিখেছে । তবে জাপান সহজ আণবিক বোমা উত্পাদনের কাজ শুরু করবে না ।
আসো তারো বলেছেন , আণবিক বোমা উত্পাদনের সামর্থ জাপানের আছে । তবে তা জাপানের আণবিক বোমা উত্পাদনের পরিকল্পনা প্রণয়নের সমান নয় । তিনি জোর দিয়ে বলেছেন , জাপানের শান্তিপূর্ণ সংবিধান পরমাণু অস্ত্র উত্পাদন নিষিদ্ধ করে নি ।
জাপান বিশ্ব একমাত্র আণবিক বোমার শিকার হওয়া দেশ । দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর থেকে জাপান সরকার পরমাণু অস্ত্র উন্নয়ন না করার নীতি মেনে চলছে ।
|