v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-30 16:22:52    
 চীনের লৌহ ও ইস্পাত শিল্প গোষ্ঠী

cri
    চীনের লৌহ ও ইস্পাত শিল্প গোষ্ঠী অথবা সিনোস্টিল হচ্ছে চীনের রাষ্ট্রীয় পরিষদের নেতৃত্বাধীন একটি জাতীয় শিল্পপ্রতিষ্ঠান । গোষ্ঠীর মোট ৫৯টি শাখা কোম্পানি রয়েছে । চীনে ৪০টি এবং বিদেশে ১৯টি । এই গোষ্ঠী প্রধানত ধাতব সম্পদের অনুসন্ধান ও তৈরী, ধাতব কাঁচা মাল উত্পাদন সংক্রান্ত বাণিজ্য ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রযুক্তিগত পরিসেবা ও যন্ত্রপাতির নির্মাণসহ বিভিন্ন ব্যবসা করে ।

    সিনোস্টিল সর্বপ্রথম বিদেশে বাজার উন্নত করা চীনের জাতীয় শিল্পপ্রতিষ্ঠানের অন্যতম । অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় সফলভাবে লৌহ আর ক্রোমিয়াম সম্পদের কেন্দ্র নির্মাণ করেছে, তা জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য প্রচুর সম্পদ আয়ের ক্ষেত্র তৈরী করেছে ।

    সিনোস্টিল গোষ্ঠীর পৃথিবীজুরে বিক্রির ওয়েবসাইট এবং পরিসেবা সিস্টেম রয়েছে এবং চীনের লৌহ ও ইস্পাত উত্পাদন শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঁচা মাল সরবরাহকারী হিসেবে দেশ-বিদেশের অনেক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘকাল ধরে কৌশলগত ও সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন করেছে । অনেক ধরনের ধাতব বাণিজ্যে দেশের প্রথম স্থানে রয়েছে এবং এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

    সিনোস্টিল গোষ্ঠীর নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পপ্রতিষ্ঠানগুলো ধাতব উপাদান অনুসন্ধান, পরিবেশ সংরক্ষণ, অগ্নি প্রতিরোধক বস্তু, ধাতব উত্পাদনসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী গবেষণার এবং অনেক ধরনের মেধাস্বত্ত্ব কাজে লাগানোর সামর্থ্য রয়েছে ।

    সিনোস্টিল হচ্ছে বিদেশের অনেক আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি কোম্পানির প্রতিনিধি হিসেবে চীনের অনেক ইস্পাত কারাখানার প্রযুক্তির উন্নতি আর প্রকল্পের জন্য পুঁজি বিনিয়োগসহ পেশাগত পরিসেবা দিয়েছে । তা ছাড়া সিনোস্টিল গোষ্ঠী হচ্ছে চীনের একমাত্র পুঁজি বিনিয়োগের পরামর্শ ও পর্যালোচনা সংস্থা ।

    দশ বছরের উন্নয়নের মাধ্যমে সিনোস্টিল বিরাট অগ্রগতি অর্জন করেছে । গত শতাব্দীর ৮০দশকে সিনোস্টিল ভারতের বাজারে প্রবেশ করেছে , ২০০৫ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে সিনোস্টিল ভারতে কোম্পানি প্রতিষ্ঠা করে । তা হল ভারতে প্রথম চীনের পুঁজি বিনিয়োগকৃত শাখা কোম্পানি । সিনোস্টিল গোষ্ঠীর প্রধান হুয়াং থিয়েনওয়েন হলেন উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ব্যবসায়ী। সিনোস্টিলের ভারতে কোম্পানি প্রতিষ্ঠার পর তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারতের অর্থনীতি দ্রুতভাবে উন্নত হয়েছে, ভিত্তিমূলক ব্যবস্থাপনার নির্মাণও দ্রুতভাবে চলছে । এ জন্য এর ইস্পাত চাহিদা দ্রুতভাবে বৃদ্ধি পাবে এবং তাদের বিরাট উন্নয়নের প্রবণতা রয়েছে ।

    সর্বপ্রথম ভারতের বাজারে প্রবেশ করা চীনা কোম্পানি হিসেবে আগামী ৩ থেকে ৫ বছরে সিনোস্টিল ভারতের বাজারে পুঁজি বিনিয়োগ বাড়াবে । যেমন লৌহ সম্পদের অনুসন্ধান ও তৈরী, চীনা শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করে ভারতে লৌহ ও ইস্পাত কারখানা নির্মাণ করা, লৌহ শিল্প সংক্রান্ত বন্দর ও রেলপথের নির্মাণে পুঁজি বিনিয়োগ করা এবং ভারতের বাজারে প্রয়োজনীয় অগ্নি প্রতিরোধক পণ্য সরবরাহ ।

    তিনি মনে করেন , ভারতের বাজারে পুঁজি বিনিয়োগ বাড়ানো শুধু চীনা শিল্পপ্রতিষ্ঠানের প্রচেষ্টা তা যথেষ্ট নয় । বর্তমানে ভারতের পুঁজি বিনিয়োগ পরিস্থিতিরও আরো উন্নত করা উচিত, বিশেষ করে বিদেশী ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগ সম্পর্কে কিছু নীতিকে আরো উন্নত করা উচিত ।

    বর্তমান ভারত হল চীনের লৌহমাটির গুরুত্বপূর্ণ রপ্তানী দেশ । গত বছরে চীন ভারত থেকে প্রায় ৬ কোটি ৮৫.৫ লাখ টন লৌহ মাটি আমদানী করেছে, এর মূল্য প্রায় ৫.২ বিলিয়ন মার্কিন ডলার, যা চীন ও ভারতের বাণিজ্য মূল্যের ২৭.৮ শতাংশ দাঁড়িয়েছে ।