দু'দিন ব্যাপী চীন-আরব প্রথম মৈত্রী সম্মেলন ২৯ নভেম্বর সুদানের রাজধানী খার্তুমে শেষ হয়েছে। সম্মেলনে দু'অঞ্চলের স্থায়ী সংস্থা স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর সদর দপ্তর খার্তুমে স্থাপিত হবে।
চীন-আরব মৈত্রী সমিতির প্রতিনিধি, আরব লীগের প্রতিনিধি এবং আরব দেশের বিশটিরও বেশী বেসরকারী মৈত্রী সংস্থার প্রতিনিধিরা এবারের সম্মেলনে অংশ নিয়েছে। সম্মেলনে গৃহীত সর্বশেষ বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, চীন ও আরবের মধ্যে বেসরকাই আদান-প্রদান জোরদার করা বিভিন্ন ক্ষেত্রে চীন ও আরব দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ত্বরান্বিত করার জন্যে খুব গুরুত্বপূর্ণ। তা ছাড়া, সম্মেলনে চীন ও আরব মৈত্রী সমিতি ও আরবের সেসরকারি মৈত্রী সংস্থার মধ্যে সফর-বিনিময় এবং ফোরাম ও সেমিনার আয়োজনসহ বিভিন্ন উপায়ে আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করার প্রস্তাব দেয়া হয়েছে।
সম্মেলনে চীন ও আরব দেশগুলোর মধ্যে সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে আদান-প্রদান ও যোগাযোগ জোরদার করার প্রস্তাব দেয়া হয়েছে। সম্মেলনে চীন ও আরবের বিভিন্ন শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়া হয়েছে, যাতে শহরের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে যার যার অভিজ্ঞতা নিয়ে আদান-প্রদান করা যায়।
|