চীনের বিজ্ঞানও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , মানবজাতির জ্বালানী সম্পদ সমস্যার সমাধানে গত কয়েক বছরে চীন ইতালি , রাশিয়া , যুক্তরাষ্ট্রপ্রভৃতি দেশের সঙ্গে পারমাণবিক শক্তি , বায়ু শক্তি আর সৌরশক্তির ক্ষেত্রে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা চালিয়েছে ।
জানা গেছে , চীন ও রাশিয়ার সহযোগিতায় নির্মিতপ্রগতিশীল পরমানু ব্যবস্থা২০১০ সালের জুন মাসে বিদ্যুত উত্পাদন শুরু করবে । তাছাড়া চীন সক্রিয়ভাবে আই-টি-ই-আর পরিকল্পনায় অংশ নিয়েছে । ৩৫বছর ব্যাপী বিরাট আকারের আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্পে মোট ১০ বিলিয়ন ইউরো ব্যয় করা হবে । চীন এই প্রকল্পের ১০ শতাংশ ব্যয় বহন করবে ।
তাছাড়া চীন ও জার্মানি বায়ু শক্তিতে সহযোগিতা করেছে ।কার্বান ডাইঅক্সআইডের শূন্য নিঃসরণের "ভবিষ্যতে বিদ্যুত উত্পাদন" নামক পরিকল্পনা সম্পর্কে চীন যুক্তরাষ্ট্রেরসঙ্গেসহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছে । চীনের একটি শিল্পপ্রতিষ্ঠান ইতোমধ্যে এতে অংশ নিয়েছে ।
|