চীনের রাষ্ট্রীয় পরিষদের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন বিষয়ক নেতৃত্ব গ্রুপ কার্যালয়ের পরিচালক লিউ চিয়ান ২৯ নভেম্বর বলেছেন, দারিদ্র্য বিমোচন কাজ চালু করার ২০ বছরে চীনের গ্রামাঞ্চলের দরিদ্র লোকসংখ্যা ১০ কোটি কমেছে। দরিদ্র অঞ্চলের বুনিয়াদী ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে।
পেইচিংয়ে অনুষ্ঠিত এক সেমিনারে লিউ চিয়ান বলেছেন, পরিকল্পনা অনুযায়ী, ১৯৮৬ সাল থেকে চীনের গ্রামাঞ্চলে সাংগঠনিকভাবে বড় আকারের দারিদ্র্য বিমোচন কার্যক্রম শুরু হয়। ২০ বছরে চীন সরকার ধারাবাহিকভাবে দারিদ্র্য বিমোচনের জন্য বরাদ্দ বাড়িয়েছে। ২০০৫ সালের শেষ নাগাদ গ্রামাঞ্চলের দরিদ্র জনসংখ্যা কমিয়ে ২ কোটি ৩৬ লাখ ৫০ হাজার হয়েছে। এ বছর চীনের ১২ হাজার দরিদ্র গ্রামের মাথাপিছু আয় ৩ শতাংশ বেড়েছে।
লিউ চিয়ান বলেছেন, দারিদ্র্য বিমোচন গ্রামাঞ্চলের দরিদ্র লোকজনের মৌলিক চাহিদা যেমন খাওয়া, দাওয়া, থাকা, পরিবহন, শিক্ষা ও চিকিত্সাসহ নানা ক্ষেত্রের চাহিদা মেটাতে পেরেছে। দরিদ্র অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত হয়েছে। জ্বালানি সম্পদ, জনসংখ্যা ও পরিবেশের সুষ্ঠু চক্র বাস্তবায়িত হয়েছে। দরিদ্র অঞ্চলের টেকসই উন্নয়নের দক্ষতা বাড়ানো হয়েছে।
|