২৯ নভেম্বর জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা পরিষদ চীনের বেসামরিক ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিলে " দুর্যোগের ঝুঁকি নিয়ন্ত্রণ প্রকল্প" চালু করেছে । যাতে চীনের বহুমুখী দুর্যোগ নিয়ন্ত্রণ ও মোকাবেলার ক্ষমতা বাড়ানো যায় ।
এই প্রকল্পেমোট ১২ লাখ মার্কিন ডলার ব্যয় করা হবে । প্রকল্প অনুযায়ী চীনে দুর্যোগ ঝুঁকি নিয়ন্ত্রণ সমন্বয়, মূল্যায়ন এবং নীতি প্রণয়ন করা হবে , দুর্যোগঝুঁকি নিয়ন্ত্রণ বিষয়ক সংস্থা গড়ে তোলা হবে , ১০টি প্রতিনিধিত্বকারী স্থানীয় কমিউনিটি বাছাই করে দুর্যোগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারিত করা হবে এবং নানা ব্যবস্থা নিয়ে নাগরিকদের দুর্যোগের ঝুঁকি মোকাবেলা করার সামর্থ্য বাড়ানো হবে ।
বিশ্বে যে দেশগুলোতে গুরুতর প্রাকৃতিক দুর্যোগ হয় চীন তাদের মধ্যে অন্যতম । প্রাকৃতিক দুর্যোগ সাংঘাতিকভাবে চীনের সমাজ ও অর্থনীতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রেহুমকী হিসেবে দেখা দিয়েছে ।
|