চীনের " পিপলস ডেইলী" পত্রিকার খবরে প্রকাশ , চীনের জাতীয় শিক্ষামন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র ওয়াং সুইমিং ২৮ নভেম্বর পেইচিংয়ে বলেছেন, ২০০৭ সালের বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্যে চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগ ধারাবাহিক ব্যবস্থা নেবে ।
জানা গেছে , ২০০৭ সালে চীনের বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৯ লাখ ৫০ হাজার ছাত্র স্নাতক হবে । চলতি বছরের চেয়ে এই সংখ্যা ৮ লাখ ২০ হাজার বেশি । স্নাতক ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের জন্যে চীনের শিক্ষামন্ত্রণালয় সহ বিভিন্ন বিভাগ নতুন ব্যবস্থা নেবে । যোগ্য স্নাতক ছাত্রছাত্রীদের বিদেশে চীনা ভাষা পড়াতে পাঠানো এবং স্নাতক ছাত্রছাত্রীদের মূলস্তরে গিয়ে শিল্পপ্রতিষ্ঠা করতে উত্সাহ দেয়া নতুন ব্যবস্থায় অন্তর্ভূক্ত হবে ।
|