২৯ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৯৭০০ জন চীনা মুসলমান দলে দলে পবিত্র স্থান মক্কায় গিয়ে হজ্ব করবেন। এ বছর চীনা হজযাত্রীর সংখ্যা সবচেয়ে বেশি।
চীনের ইসলাম ধর্ম সমিতির সূত্রে জানা গেছে, হজ্বযাত্রী মুসলমানরা ৩০টি বিশেষ বিমান যোগে চীনের লানচৌ, উরুমুছি, কুনমিং ও পেইচিংসহ চারটি শহর থেকে রওনা হয়ে মক্কায় যাবেন। এবারের হজ্বযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ করার জন্য চীনের সংশ্লিষ্ট পক্ষ কেবল হজযাত্রীদের প্রশিক্ষণ জোরদার করেছে তাই নয়, বরং যথেষ্ঠ পরিমাণের দল নেতা ও ডক্টর পাঠিয়েছে।
উল্লেখ্য যে, ১৯৭৯ সাল থেকে চীনের হজ্বযাত্রীদের মক্কা সফর আবার শুরু হয়। এখন মক্কায় যাওয়া চীনা মুসলমানের সংখ্যা প্রতি বছরে বাড়ছে।
|