চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ২৭ নভেম্বর সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেছে।
হু চিন থাও বলেছেন, প্রেসিডেন্ট বুশের সঙ্গে ভিয়েতনামের হ্যানয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ১৪তম শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকার সময়ে সাক্ষাত্ করেছেন এবং কয়েকটি বিষয়ে মতৈক্যে পৌঁছেছেন। চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে এসব মতৈক্য বাস্তবায়ন করতে ইচ্ছুক। বুশ বলেছেন, দু'পক্ষ হ্যানয়ে সংশ্লিষ্ট বিষয়ে কল্যাণকর আলোচনা করেছে।
সুদানের দার্ফুর সমস্যা নিয়ে বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন। হু চিন থাও বলেছেন, সম্প্রতি দার্ফুর সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে। তিনি আশা করেন, সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সংলাপ বজায় রাখবে। বিভিন্ন পক্ষের স্বার্থ বিবেচনার ভিত্তিতে সমাধানের উপায় যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা হবে। যাতে দার্ফুর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করা যায়।
|