২৭ নভেম্বর ব্রাশেল্সে অনুষ্ঠিত ইউরো এলাকার অর্থমন্ত্রী সম্মেলন সূত্রে জানা গেছে , ইউরোর মূল্যবৃদ্ধিতে মন্ত্রীরা চিন্ডিত নন । তারা এতে কোনো হস্তক্ষেপকরবেন না ।
লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী , স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রী জান ক্লাউড জুনকার বলেছেন , ইউরো ও মার্কিন ডলারের বিনিময় হারের জন্যে ইউরো এলাকার অর্থমন্ত্রীদের বিশেষ ব্যবস্থায়হস্তক্ষেপেরদরকার নেই ।
অষ্ট্রিয়ার অর্থমন্ত্রী কার্ল হেইন গ্রাস্সার বলেছেন , ইউরোর বর্তমান বিনিময় হার ইউরোপের রপ্তানিতে প্রভাব ফেলবে না । তিনি বলেছেন , ইউরো এলাকার অর্থনীতি ভালই চলছে বলে ইউরোর মূল্য বৃদ্ধিতে তিনি উদ্বিগ্ন নন ।
বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী দিদিয়ার রিয়নদার্স বলেছেন , ইউরোর বর্তমান মূল্যবৃদ্ধি থেকে ইউরোএলাকার অর্থনীতির উন্নয়নের শক্তিশালী প্রবণতা প্রমাণিত হয়েছে । তাই ইউরোর মূল্যবৃদ্ধিতে চিন্তা করার প্রয়োজন নেই ।
|