চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ২৮ নভেম্বর বলেছেন , ইকুয়েডোর রাজনৈতিক ক্ষমতার স্থিতিশীল হস্তান্তর বাস্তবায়িত করতে সক্ষম হবে বলে চীন বিশ্বা করে ।
আফ্রিকার এক সরকারী প্রাথমিক পরিসংখ্যানে জানা গেছে , ইকুয়েডোরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থীর প্রেসিডেন্ট পদপ্রার্থীপ্রাথমিকভাবে জয় লাভ করেন ।
সংবাদ সম্মেলনেএক সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে মাদাম চিয়াং ইয়ু বলেছেন , ইকুয়েডোরের প্রেসিডেন্ট নির্বাচনের সরকারী পরিসংখ্যানের ফলাফল প্রকাশিত হয়নি । কিন্তু চীন বিশ্বাস করে যে , ইকুয়েডোর রাজনৈতিক ক্ষমতার স্থিতিশীল হস্তান্তর বাস্তবায়িত করতে সক্ষম হবে । ইকুয়েডোরের নতুন সরকার দেশটির জনগণকে নিয়ে রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সাফল্য অর্জন করবে ।
|