২৮ নভেম্বর চীনের কৃষি মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি সি আর আইয়ের সংবাদদাতাকে বলেছেন , চীন ইতোমধ্যে ইয়াংসি নদীর উজান অঞ্চলের দুলর্ভ ও বিশেষ ধরনের মাছের সংরক্ষণ অঞ্চলের মত্স সম্পদ ও পরিবেশ জরীপের কাজ শুরু করেছে । এই কাজের প্রধান উদ্দেশ্য হলো সংরক্ষিত অঞ্চলের দুর্লভ মাছ , বিশেষ ধরনের মাছ ও প্রধান প্রধান মত্স সম্পদের অবস্থা জরীপ করা , যাতে ইয়াংসি নদীর উজান অঞ্চলের পরিবেশ উন্নত ও দুলর্ভ মত্স সম্পদ রক্ষার ব্যবস্থা নেয়া যায় ।
২৮ নভেম্বর চীনের কৃষি মন্ত্রণালয়ের জলজ বুনো উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা ফান কো সিয়ান সি আর আইয়ের সংবাদদাতাকে বলেছেন , চীনের সংশ্লিষ্ট বিভাগ ইয়াংসি নদীর উজান অঞ্চলের দুর্লভ মত্স সম্পদ ও মত্স সংরক্ষণ অঞ্চলে মত্স সম্পদের অবস্থা পুরোপুরি আয়ত্ত করতে পারে নি । মত্স সম্পদ সম্পর্কিত তথ্য বিশেষজ্ঞদের অনুমানের উপর নির্ভর করে । আরো ভালোভাবে মত্স সম্পদ , বিশেষ করে দুর্লভ মাছ রক্ষার জন্য আমরা জরীপের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি । তিনি আরো বলেছেন , আমরা যে মত্স সম্পদের পরিবেশ সংক্রান্ত জরীপের কাজ করছি , তার উদ্দেশ্য হলো মত্স সম্পদ সংরক্ষণ অঞ্চলের মত্স সম্পদ ও পরিবেশের বর্তমান অবস্থা সম্পর্কিত তথ্য সংগ্রহ করা এবং ইয়াংসী নদীর উজান অঞ্চলের মত্স সম্পদ , বিশেষ করে দুলর্ভ মাছ সংরক্ষনের ব্যবস্থা নেয়া ।
জানা গেছে , চীনের ইয়াংসি নদী জলজ সম্পদে সমৃদ্ধ , জলরাশির পরিবেশ ভালো । এটা ইয়াংসি নদীর পরিবেশ রক্ষা এবং নদীটির মত্স সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । গত শতাব্দীর সত্তরের দশকে চীনের সংশ্লিষ্ট বৈজ্ঞানিক বিভাগ ইয়াংসি নদীর কিছু অংশের জলসীমার মত্স সম্পদ জরীপ করে অনেক তথ্য সংগ্রহ করেছিল। এ সব তথ্য ইয়াংসি নদীর উজান অঞ্চলের মত্স শিল্প উন্নয়নে সাহায্য করেছে । ২০০৫ সালে চীনের রাষ্ট্রীয় পরিষদ ইয়াংসি নদীর উজান অঞ্চলের দুলর্ভ মত্স সম্পদ ও বিশেষ ধরনের মত্স রক্ষার জন্য জাতীয় পর্যায়ের সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে । এই সংরক্ষিত অঞ্চলে ৬০ থেকে ৭০ ধরনের বিশেষ ধরনের মাছ ছাড়া অনেক দুর্লভ মাছ ও জলজ প্রাণী আছে ।
যদিও চীন বরাবরই মত্স সম্পদ রক্ষাকে গুরুত্ব দেয় এবং দুর্লভ মত্স সম্পদ রক্ষার ব্যবস্থা নিয়েছে , তবে আর্থ- সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে ইয়াংসি নদীর পানির গুনগত মানের অবনতি হচ্ছে , কিছু অংশের পানি গুরুতরভাবে দুষিত হয়েছে । কিছু বড় জলবিদ্যুত কেন্দ্রের প্রতিষ্ঠা মাছের জীবনের পরিবেশ নষ্ট করেছে । চীনের জলসেচ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তি ফান কো সিয়ান বলেছেন , অর্থনীতির উন্নয়নের সঙ্গে সঙ্গে মত্স পরিবেশের পরিবর্তন হয়েছে । জলবিদ্যুত কেন্দ্র প্রতিষ্ঠার দরুন কিছু অঞ্চলের পরিবেশের অবনতি হয়েছে । ফলে কিছু দুর্লভ মাছের ডিম দেয়ার জায়গা পরিবর্তিত হয়েছে । পরিবেশের অবনতি মাছের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাড়িয়েছে ।
চীনের ইয়াংসী নদীর উজান অঞ্চলে দুলর্ভ ও বিশেষ ধরনের মত্স সম্পদ সংরক্ষণ অঞ্চলের আয়তন প্রায়১১ শ' বর্গ কিলোমিটার। সংরক্ষণ অঞ্চলটি চীনের সি ছুয়ান , কুই চৌ ও ইউনান প্রদেশ এবং ছুংছিং শহরের কিছু জলরাশিতে অবস্থিত । দু বছর ব্যাপী বর্তমান জরীপে ইয়াংসী নদীর উজান অঞ্চলের মত্স সম্পদ সংরক্ষণ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা সম্বন্ধে তথ্য সংগ্রহ করা হবে , সংরক্ষণ অঞ্চলের প্রধান প্রধান জলরাশির বর্তমান অবস্থা জরীপ করা হবে , সংরক্ষণ অঞ্চলের দুলর্ভ মত্স সম্পদের মূল্যায়ণ করা এবং তাদের ডিম দেয়ার স্থান জরীপ করা হবে ।
ফান কো সিয়ান বলেছেন , এবারের জরীপে চীনের ইয়াংসি নদীর উজান অঞ্চলের দুর্লভ ও বিশেষ মত্স সম্পদের সংরক্ষণে প্রচুর তথ্য সংগ্রহ করা হবে ।
|