তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্যে চীন সরকার পরবর্তী ৫ বছরে দারিদ্র্য বিমোচন নীতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ।
চীন সরকার কৃষক ও পশুপালকদের উত্পাদন ও জীবনযাত্রার অবস্থা উন্নতকরা এবং তাদের আয় বৃদ্ধি করাকে তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়নের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ কর্তব্য হিসেবে গ্রহণ করেছে । কেন্দ্রীয় সরকার অর্থবিনিয়োগের পরিমান এবং তিব্বতে সাহায্য করার অর্থপরিমাণ বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে । বুনিয়াদী ব্যবস্থা নির্মাণে তিব্বতের বহুমুখী পরিবহন ব্যবস্থা গড়ে শাখা বিমান বন্দরের নির্মাণ দ্রুততর করবে । তাছাড়া তিব্বতের শিক্ষা , বিজ্ঞান , সংস্কৃতি , স্বাস্থ্য ও সামাজিক বীমা ব্যবস্থার প্রতি সমর্থন জোরদার করবে ।
গত ২০ বছরেরও বেশি সময় চীন সরকার যে ধারাবাহিক সুবিধাজনক নীতি ও দারিদ্র্য বিমোচন ব্যবস্থা নিয়েছে তা তিব্বতের উন্নয়নে বিরাট ভূমিকা পালন করেছে । কিন্তু বিশেষ ভৌগলিক পরিবেশ ও ঐতিহাসিক কারণে তিব্বত এখনও এক অনুন্নত অঞ্চল ।
|