২৭ নভেম্বর জেনিভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের দ্বিতীয় সম্মেলনে এক সিদ্ধান্ত নেয়া হয়েছে । সিদ্ধান্তেইস্রাইলের কাছে পূর্ব জেরুজালেম ও গোলান মাল ভূমি সহ দখলকৃত ভূভাগে তার অভিবাসন নীতি বন্ধকরার দাবী জানানো হয়েছে ।
সিদ্ধান্তে ইস্রাইলের কাছে ইহুদী নাগরিকদের আবাসিক এলাকার সম্প্রসারণ বন্ধ করা এবং সেখানে কোনো নতুন অভিবাসী পাঠানোর কাজ রোধ করার দাবী জানানো হয়। তাছাড়া দখলকৃত ভূভাগে ইহুদী নাগরিকদের সহিংস তত্পরতা রোধ করার জন্যে সিদ্ধান্তটিতে ইস্রাইলের কাছে দখলকৃত ভূভাগে ইহুদিদের অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা এবং সন্ত্রাসীঘটনা সৃষ্টিকারীদের ফৌজদারী শাস্তি দেয়ার দাবী জানানো হয়েছে ।
একই দিন ইস্রাইলী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট দক্ষিণ ইস্রাইলে প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়োনের স্মরণসম্মেলনে ভাষণ দিয়েছেন । তিনি বলেছেন , ফিলিস্তিন যদি ইস্রাইলের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা করতে চায় এবং শরনার্থীদের স্বদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয় অটল থাকেন না তাহলে ইস্রাইল জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত ইহুদিদের আবাসিক এলাকা উঠিয়ে নিতে এবং পশ্চিম তীরের বেশির ভাগ এলাকা থেকে সরে যেতে রাজী করতে পারবে ।
ইস্রাইলী প্রধানমন্ত্রী নতুন শান্তিপূর্ণ প্রস্তাব পেশ করার পর ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্তার চেয়ারম্যান মোঃ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রদাইনা রামাল্লাহে বলেছেন , ইস্রাইলকে ফিলিস্তিন সমস্যা সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন সিদ্ধান্ত মেনে চলতে হবে ।
|