v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-28 16:19:15    
চীনের  সংখ্যালঘু জাতিগুলোর তৃতীয় সাংস্কৃতিক উত্সব সমাপ্ত

cri
    চীনের সংখ্যালঘু জাতির তৃতীয় সাংস্কৃতিক উত্সব ২০ দিন চলার পর পেইচিংয়ে শেষ হয়েছে । চীনের ৫৬টি সংখ্যালঘু জাতির চার হাজার শিল্পী এই সাংস্কৃতিক উত্সবে অংশ নিয়েছেন । এই উত্সবে মঞ্চস্থ করা ৩৩টি সাংস্কৃতিক অনুষ্ঠানে চীনের বিভিন্ন সংখ্যালঘু জাতির বৈচিত্রময় সংস্কৃতি উপস্থাপন করা হয়েছে ।

    চীনের অন্তর্মঙ্গোলিয় নৃত্যসংগীত দলের পরিবেশন করা নৃত্যসংগীত ' স্বর্গীয় তৃণভূতি '-তে উত্তর চীনের তৃণ্যভূমির সংস্কৃতি প্রতিফলিত হয়েছে । তৃণ্যভূমিতে মঙ্গলিয় , তাউর , এউইক ও রাশিয়া জাতির অধিবাসীরা বসবাস করেন । চীনের সংখ্যালঘু জাতির নৃত্য সমিতির ভাইস চেয়ারম্যান মা সেন দে বলেছেন , ' স্বর্গীয় তৃন্যভূমি ' নামে এই এক অনুষ্ঠানে শিল্পীরা মঙ্গলীয় জাতি অধুষিত অঞ্চলে প্রচলিত লম্বা সুর , ঘোড়ার মাথা আকারের বাদ্যযন্ত্র ও হুমাই নামক সুর বাজিয়েছেন । নাচের সময় শিল্পীরা তৃণ্যভূমির অধিবাসীদের প্রিয় কুস্তি যুদ্ধের প্রতিযোগিতার দৃশ্য চিত্রিত করেছেন।

    মা সেন তে আরো বলেছেন , সাংস্কৃতিক উত্সবে তিব্বতী জাতির ৯৬জন পশুপালক হাতে তিব্বতী জাতির ছয় তারার বাদ্যযন্ত্র নিয়ে নেচেছেন । তারা সবাই তিব্বতের সাধারণ কৃষক ও পশুপালক । এবার তারা প্রথমবার জন্মস্থানত্যাগ করে রেল গাড়ী করে রাজধানী পেইচিং এসেছেন। তাদের গান ও নৃত্য পেইচিংয়ের দশর্কদের আকৃষ্ট করেছে । এই সাংস্কৃতি উত্সবে তিব্বতী শিল্পীদের পরিবেশিত ' রঙীন হাদা ' নামক অনুষ্ঠান উত্সবের প্রথম পুরস্কার পেয়েছে । এই অনুষ্ঠানে তিব্বতের বিভিন্ন অঞ্চলের নাচগানের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে । এতে শিল্পীরা সান নান অঞ্চলের কুয়োচুয়ান নামে নাচ , লাসা অঞ্চলের সুর আর তিব্বতী ধর্মীয় অনুষ্ঠানের সংগীত নাচের সঙ্গে চমত্কারভাবে সমন্বয় করেছেন ।

    ইউনান প্রদেশের শিল্পীদের পরিবেশন করা ' রঙীন মেঘ ' নামে নাচটি দশর্ক ও যাচাই কমিটির প্রশংসা পেয়েছে । ইউনান প্রদেশে বেশ কয়েকটি সংখ্যালঘু জাতি বাস করে । নৃত্য ' রঙীন মেঘ '-এ ইউনান প্রদেশের প্রায় সব সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে । এই নৃত্যে ইউনান প্রদেশের বিখ্যাত গান , নৃত্য ও সুর আছে । যেমন ই জাতির লোকসংগীত ' হাই ছাই ছিয়ান ' , লিসু জাতির লোকসংগীত ' পাইশি ' ও তাই জাতির ময়ুর নাচ এই নাচে ফুটে উঠেছে । ইয়াং চৌ তাই জাতির ময়ুর নাচ সৃষ্টি ও পরিবেশন করেছেন । ইয়াং চৌয়ের পরিবেশন করা এই নাচ শ্রেষ্ঠ নৃত্যশিল্পীর পুরষ্কার পেয়েছে। তিনি বলেছেন , আমি ঐতিহ্যিক সংস্কৃতি সংরক্ষণের প্রচেষ্টা করছি । দশর্করা যাতে চীনের ঐতিহ্যিক সংস্কৃতি উপলব্ধি করতে পারে , সেজন্য আমি ঐতিহ্যিক সংস্কৃতি সংরক্ষণের সঙ্গে সঙ্গে এতে কিছু আধুনিক উপাদান মেশানোর চেষ্টা করছি । আমি এই নৃত্যে ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটিয়েছি। আমি মনে করি নৃত্যে মানুষ ও ময়ুরের সংলাপ এক ধরনের বিনিময় । দশর্করা দেখেছেন , নৃত্যে আমি ওড়ার চেষ্টা করেছি । আমি এই নৃত্যের মাধ্যমে এ কথা বলতে চাই যে আমি নিজের নৈপুন্য আরো উন্নত করতে চাই এবং ঐতিহ্যিক সংস্কৃতি সংরক্ষণ করতে চাই ।

    সংখ্যালঘু জাতির এই সাংস্কৃতিক উত্সবে শিল্পীদের পোশাক বিশেষজ্ঞ ও যাচাই কমিটির দৃষ্টি আকর্ষণ করেছে । চীনের স্টেহ আর্ট সমিতির সাবেক উপপ্রধান লি চি লিয়াং মনে করেন , উত্সবের ৩৩টি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পোশাক ছিল খুব সুন্দর । এতে সংখ্যালঘু জাতির বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে । শিল্পীদের পোশাক নাচগান পরিবেশনে সাহায্য করে । তিনি বলেছেন , সিংচিয়াংয়ের শিল্পীদের পরিবেশিত নৃত্য ' সূয্যের কিরণ উচ্ছসিত সিংচিয়াং '-এ শিল্পীদের পোশাকগুলো বৈশিষ্ট্যময় । তাদের পোশাক সিংচিয়াংয়ের অধিবাসীদের পরা পোশাকের স্টাইল প্রায় একই । তবে পোশাকের রং সুন্দর । সিংচিয়াংয়ের অধিবাসীরা নিজেকে সাজাতে পছন্দ করেন । তাই তাদের কলার , হাতা ও স্টারের ডিজাইন সুন্দর । তাজিক জাতির শিল্পীদের গায়ে ও চুলে অনেক অলংকার আছে । উইগুর জাতির নৃত্য ' তাও লানের শিল্পীর কালো , লাল ও সাদা রংয়ের পোশাক খুব সুন্দর ।