হু পেই প্রদেশের পুরাকীর্তি প্রদর্শনী ২২ নভেম্বর চীনের জাতীয় যাদুঘরে শুরু হয়েছে । এই প্রদর্শনীতে গত ৫০ বছরে হু পেই প্রদেশে উদ্ধার করা পুরাকীর্তিগুলো প্রদর্শিত হয়েছে ।
এই প্রদর্শনীতে মোট দেড় শ'টি পুরাকীর্তি স্থান পেয়েছে । এর মধ্যে তিন ভাগের দু' ভাগ জাতীয় পর্যায়ের পুরাকীর্তি । পুরনো প্রস্তর যুগ থেকে সপ্তদশ শতাব্দীর উদ্ধার করা এ সব পুরাকীর্তির মধ্যে আছে আজ থেকে দশ লাখ বছর আগেকার প্রাচীন মানবের মাথার খুলির ফসিল , দু' হাজার বছর আগে উদ্ধার করা বোঞ্জের পাত্র এবং বাঁশের উপর খোদাই করা চীনের সবচেয়ে প্রাচীন আইনবিধি ইত্যাদি ।
হু পেই প্রদেশ মধ্য- চীনের ইয়াংসি নদী অববাহিকা অঞ্চলে অবস্থিত । এই প্রদেশে প্রাচীননিদর্শনের সংখ্যা ১৫ হাজার , প্রাচীননিদর্শনের সংখ্যার দিক থেকে হু পেই প্রদেশ চীনের শীর্ষস্থানে রয়েছে ।
**চীনের চতুর্থ আন্তর্জাতিক পিয়ানো প্রতিযোগিতা আগামী বছর সিয়ামেনে অনুষ্ঠিত হবে
চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও সিয়ামেন পৌর সরকারের উদ্যোগে চীনের চতুর্থ আন্তর্জাতিক পিয়ানো প্রতিযোগিতা ২০০৭ সালের ১৫ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ফুচিয়েন প্রদেশের সিয়ামেন শহরে অনুষ্ঠিত হবে ।
দেশবিদেশের প্রায় এক শ'জন পিয়ানোবাদক এই প্রতিযোগিতায় অংশ নেবেন । চীন , ইতালি , যুক্তরাষ্ট্র , জাপান , অষ্ট্রেলিয়া , নরওয়ে ও স্পেনের বারোজন সংগীতবিদ প্রতিযোগিতাটির বিচারক কমিটির সদস্য হবেন । এর আগে পেইচিংয়ে চীনের তিনটি আন্তর্জাতিক পিয়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল ।
**চীনের ৩০টি চলচ্চিত্র থেসালোনিকি চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছে
সম্প্রতি সপ্তাহব্যাপী ৪৭তম থেসালোনিকি চলচ্চিত্র উত্সব গ্রীসে অনুষ্ঠিত হয়েছে । চীনের প্রায় ৩০টি চলচ্চিত্র এই উত্সবে প্রদর্শিত হয় ।
জানা গেছে , হোইয়োন , চান ই পাই ও কুয়ানহু প্রমুখ চীনা পরিচালকের তৈরী অনেক ছায়াছবি এই উত্সবে অংশ নিয়েছে । ৩০টি চলচ্চিত্রের মধ্যে দুই তৃতীয়াংশ এই প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নিচ্ছে । চীনের নারী যুব পরিচালক সুই চিন রেই এই চলচ্চিত্র উত্সবের বিচারক কমিটির সদস্য , গত ৪৭ বছরে এই চলচ্চিত্র উত্সবের বিচারক কমিটিতে তিনিই প্রথম চীনা সদস্য ।
**চীনের প্রথম চলচ্চিত্র ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু
চীনের প্রথম আসল কপির চলচ্চিত্র ওয়েবসাইট সম্প্রতি পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে । এই ওয়েবসাইটে এক হাজারটি চলচ্চিত্র আছে । নেট নাগরিকরা বিনা পয়সায় এই ওয়েবসাইট থেকে চলচ্চিত্র ডাউনলোড করতে পারেন অথবা ইন্টারনেটে চলচ্চিত্র দেখতে পারেন । সিনেমা ঘরে দেখানো নতুন চলচ্চিত্রগুলো দু -তিন সপ্তাহ পর এই ওয়েবসাইটে রাখা হবে ।
|