v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-28 13:58:05    
ছ' পক্ষীয় বৈঠক আবার শুরু করার জন্যে সংশ্লিষ্ট পক্ষের উদ্যোগ

cri
    কোরীয় উপ-দ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া আর জাপানের প্রতিনিধি দলের নেতারা পর পর ২৬ আর ২৭ তারিখে পৌঁছেছেন। তাঁরা চীনের উপ পররাষ্ট্র মন্ত্রী, ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী চীনের প্রতিনিধি দলের নেতা উ ডা উয়ের সঙ্গে ছ'পক্ষীয় বৈঠক পুনরায় শুরু করার ব্যাপার নিয়ে আলোচনা করবেন।বিশ্লেষকরা মনে করেন, এ থেকে প্রতিপন্ন হচ্ছে যে, ছ'পক্ষীয় বৈঠক পুনআয়োজনের জন্যে সংশ্লিষ্ট পক্ষের উদ্যোগ বাস্তবায়নের উপক্রম হচ্ছে।

    ২৬ নভেম্বর জাপানের প্রতিনিধি দলের নেতা কেনিছিরো সাসায়ে পেইচিং পৌঁছানোর পর বলেছেন,. তিনি ছ'পক্ষীয় বৈঠকে অংশ গ্রহণকারী চীনের প্রতিনিধি দলের নেতা উ ডা উয়ে এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফের হিলের সঙ্গে ছ' পক্ষীয় বৈঠক পুনআয়োজনের বিস্তারিত তারিখ সহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন। তিনি আরও বলেছেন, আসন্ন ছ'পক্ষীয় বৈঠকে অগ্রগতি অর্জিত হতে পারে কিনা তা উত্তর কোরিয়ার রাজনৈতিক নিয়তি নিধার্রণ করবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতা ক্রিস্টোফের হিল ২৭ নভেম্বর পেইচিং পৌঁছানোর পর বলেছেন, তিনি চীনের সঙ্গে ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার ব্যাপার নিয়ে গভীরভাবে মত বিনিময় করবেন। তিনি বলেছেন, দু'পক্ষের মধ্যে প্রধানত ছ'পক্ষীয় বৈঠকের প্রস্তুতিমূলক কাজ নিয়ে আলোচনা হবে। এক সপ্তাহ আগে পেইচিংএ দু'পক্ষের মধ্যে ছ'পক্ষীয় বৈঠক আবার শুরু করার ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। কোনো কোনো তথ্যমাধ্যমেবলা হয়েছে, গত বার চীন থেকে স্বদেশে ফিরে যাওয়ার পর ক্রিস্টোফের হিল পররাষ্ট্র মন্ত্রী রাইসকে চীন সফরের ফলাফল সম্বন্ধে অবহিত করেছেন। এবার তিনি যুক্তরাষ্ট্রের অবস্থান এনে নিয়েছেন। ২৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীন ম্যাকমাক বলেছেন, সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে হিলের বৈঠক প্রথম পর্যায়ে হবে। আসন্ন ছ'পক্ষীয় বৈঠকে বাস্তব ফলাফল অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।

    গত বছরের নভেম্বরে কোরীয় পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের পঞ্চম দফা বৈঠকের প্রথম পর্যায়ের অধিবেশনের পর , তার উপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ আরোপের অভিযোগে উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে বসতে রাজি হয়নি। এর ফলে ছ'পক্ষীয় বৈঠকের আয়োজন স্থগিত হয়ে গেছে । গত ৯ অক্টোবারে উত্তর কোরিয়া ভুর্গভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর কথা ঘোষণা করার পর কোরীয় উপ-দ্বীপের পরিস্থিতি রাতারাতি উত্তেজনময় হয়ে উঠেছে। এর পর জাতি সংঘ নিরাপত্তা পরিষদে সবর্সম্মতভাবে গৃহীত একটি সিদ্ধান্তে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র ও পরমাণু পরিকল্পনা পরিত্যাগ করে বিনা শর্তে ছ'পক্ষীয় বৈঠকে পুনরায় ফিরে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। বিশ্ব সম্প্রদায়ের চাপে এবং চীনের মধ্যস্থতায় গত মাসের শেষ দিকে উত্তর কোরিয়া ছ'পক্ষীয় বৈঠকে আবার বসতে রাজি হয়েছে।

    আরও আকর্ষণীয় ব্যাপার হল এই যে, চলতি মাসের মাঝামাঝি সময় ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আয়োজিত এপেকের নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক সম্মেলন চলাকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও আলাদা আলাদাভাবে মার্কিন প্রেসিডেন্ট বুশ, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট রো মু হিউন এবং জাপানের প্রধান মন্ত্রী আবে সিনজোর সঙ্গে কোরীয় উপ-দ্বীপের পরমাণু সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন। হু চিন থাও জোর দিয়ে বলেছেন, পরিস্থিতি যত পরিবর্তিতই হোক না কেন , পরমাণু অস্ত্রমুক্ত কোরীয় উপ-দ্বীপ গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়িত হওয়া উচিত। আলাপ আলোচনার মাধ্যমেকোরীয় উপ-দ্বীপের পরমাণু সমস্যার সমাধান করা উচিত।

    জনমত অনুযায়ী, যদিও কোরীয় পরমাণু সমস্যার সঙ্গে সরাসরি লিপ্ত উত্তর কোরিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পরকে বিশ্বাস করে না এবং দু'পক্ষের কঠোর অবস্থানেরষ্পষ্ট পরিবর্তিত হয়নি তবু সম্প্রতি দু'পক্ষ পরষ্পরের বিরুদ্ধে তীব্র বৈরী বক্তৃতা দেয় নি। ২৭ নভেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীন ম্যাককমাকবলেছেন, ক্রিস্টোফের হিল হয়তোপেইচিংএ উত্তর কোরিযার প্রতিনিধি দলের নেতা কিম খিয়ে গুয়ানের সঙ্গে সাক্ষাত করবেন।