v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-28 09:47:05    
ইন্দোচীনের ছাদ --- লাওস

cri

    লাওস গণ গণতান্ত্রিক প্রজাতন্ত্র দক্ষিণ-মধ্যউপদ্বীপের উত্তরাঞ্চলে অবস্থিত, আয়তন ২ লক্ষ ৩০ হাজার বর্গকিলোমিটার। লাওসের ভূভাগের ৮০ শতাংশ হচ্ছে পাহাড় এবং মালভূমি, তাই লাওস ইন্দোচীনের ছাদ বলে পরিচিত। লাওসের উত্তরাঞ্চল চীনের ইয়ুন নান প্রদেশের টিয়েন শি মালভূমির সঙ্গে সংলগ্ন, তার দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে যথাক্রমে কাম্পুচিয়া, ভিয়েতনাম, মায়ানমার এবং থাইল্যান্ডের সঙ্গে সংলগ্ন। লাওস হচ্ছে গ্রীষ্মমন্ডলীয় আর অর্ধ-গ্রীষ্মমন্ডলীয় মৌসুমী জলবায়ু-বিশিষ্ট দেশ, সেখানে বর্ষাকাল এবং খরা কাল আছে। বর্তমান জনসংখ্যা ৫৩ লক্ষ। অধিকাংশ অধিবাসী বৌদ্ধ। লাওসে লাওসিয়ান ভাষা প্রচলিত।

    লাওসের ইতিহাস সুদীর্ঘ। খ্রিস্টাব্দের ১৪ শতাব্দীতে প্রতিষ্ঠিত লান ছান রাজ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধিশালী দেশের অন্যতম ছিলো। আধুনিক যুগে লাওস পর পর ফ্রান্স, জাপান, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের আগ্রাসী হামলার শিকার ছিল, লাওসের জনগণ যুদ্ধের বহু কষ্ট ভোগ করেছেন। ১৯৭৫ সালের ডিসেম্বার মাসে লাওসের প্রথম জাতীয় গণ কংগ্রেস ভিয়েনটিয়ানে অনুষ্ঠিত হয়েছে, তাতে রাজতন্ত্র ব্যবস্থা বাতিল করার কথা ঘোষিত হয়েছে, লাওস গণ গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

    লাওসের রাজধানী ভিয়েনটিয়ান একটি ঐতিহাসিক প্রাচীন নগর। ১৬ শতাব্দীর মাঝামাঝী সময় থেকে শহরটি বরাবরই লাওসের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। ভিয়েনটিয়ান এই শব্দের অর্থ হচ্ছে চন্দনকাষ্ঠ নগর। বলা হয় যে, অতীতে এখানে বহু চন্দনগাছ ছিলো। ভিয়েনটিয়ান মেকোং নদীর মধ্য-অববাহিকার বাম তীরে অবস্থিত, নদীর ওপারেই থাইল্যান্ডের ভূভাগ ভিয়েনটিয়ান হচ্ছে লাওসের বৃহত্তম শিল্প ও বাণিজ্য শহর। বর্তমান জনসংখ্যা ৬ লক্ষেরও বেশি। শহরে নানা রকমের মন্দির এবং প্রাচীনকালের দুর্গ ছড়িয়ে আছে।

    লাওসের জল শক্তি সম্পদ প্রচুর। এ দেশে সেগুন গাছ এবং রোজ-উড্ প্রভৃতি মূল্যবান কাঠ উত্পাদিত হয়, তার বনাঞ্চলের আয়তন প্রায় ৯০ লক্ষ হেকটর। বনায়নের হার ৪২ শতাংশের কাছাকাছি। কৃষি হচ্ছে লাওসের অর্থনীতির প্রধান অবলম্বন। সারা দেশের জনসংখ্যার শতকরা ৯০ ভাগ হচ্ছে কৃষক। প্রধান ফসল হল ধান, ভুট্টা, আলু , তামাক , চীনা বাদাম এবং তুলা ইত্যাদি। লাওসের শিল্পের ভিত্তি দুর্বল, প্রধান শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত আছে বিদ্যুত উত্পাদন, করাত-কল, খনিজ শিল্প, লোহা ঢালাই, কাপড় এবং খাদ্যবস্তু শিল্প ইত্যাদি। লাওসে রেল পথ নেই, পরিবহন প্রধানতঃ সড়ক, নদী পথ এবং বিমান চলাচলের উপর নির্ভর করে।

    ১৯৬১ সালের ২৫শে এপ্রিল চীন ও লাওসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। ২০০০ সালে চীন ও লাওসের রাষ্ট্র প্রধানদের ঐতিহাসিক সফর বিনিময় হয়েছে, এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা সংক্রান্ত "সংযুক্ত বিবৃতি " প্রকাশিত হয়েছে। ৪ বছরে দু পক্ষ "সংযুক্ত বিবৃতি"র মর্ম অনুযায়ী, সক্রিয়ভাবে দু'দেশের নেতাদের স্বাক্ষরিত মতৈক্য বাস্তবায়নের প্রচেষ্টা চালিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের বিপুল মাত্রায় উন্নতি হয়েছে। চীন ও লাওসের রাজনৈতিক সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে। ২০০৪ সালের মার্চ মাসে দু পক্ষ ১১টি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে। তা ছাড়া, দু' দেশের স্থানীয় এবং বেসরকারী সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান ও সহযোগিতাও স্পষ্টভাবে জোরদার হয়েছে, প্রতিরক্ষা, গণ-নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, যুব সংস্থা প্রভৃতি ক্ষেত্রের সহযোগিতা আরো সম্প্রসারিত হয়েছে।