চীনের প্রধান রাষ্ট্রীয় বনাঞ্চল-- উত্তর পূর্ব বৃহত সিং আনলিন পর্বতে বনের আবৃত হার ৭৮ শতাংশ ছাড়িয়েছে ।
হেইলুংচিয়াং প্রদেশের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে , প্রাকৃতিক সংরক্ষণ প্রকল্প চালু করার পর বৃহত্ সিং আন লিন বনাঞ্চলের বন সম্পদের উজার বিপুলমাত্রায় কমেছে । হেইলুংচিয়াং নদী ও নেন চিয়াং নদীর উত্স এলাকায় বালি- সোনা উন্নয়ন বন্ধ করা হয়েছে এবং বনাঞ্চলে ৯টি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা করা হয়েছে । ফলে এখন এই বনাঞ্চলেবনের আয়তন ৬৫ লাখ ৭০ হাজার হেক্টরে দাঁড়িয়েছে ।
বিশেষ প্রাকৃতিক পরিবেশ ও চীন-রাশিয়া সীমান্তে অবস্থিত হওয়ায় বনাঞ্চলের পর্যটন ও সবুজ খাদ্য শিল্প পুনর্বিন্যাস হয়েছে । এ পর্যন্ত এখানে বেড়াতে আসা পর্যটকের সংখ্যা এক লাখ ৯০ হাজারে দাঁড়িয়েছে ।
|