দক্ষিণ চীনের ইয়ুন্নান প্রদেশের এইডস রোগ প্রতিরোধ অফিস সুত্রে জানা গেছে , এ পর্যন্ত ইয়ুন্নান প্রদেশে মোট ১১৭৫জন এইডস রোগী পশ্চিমা চিকিত্সা সমন্বিত চীনা ঐতিহ্যিক চিকিত্সা গ্রহণ করেছেন । ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া কমিয়ে দেয়া ও চিকিত্সার কার্যকরিতা উন্নত করার ব্যাপারে ঐতিহ্যিক চীনা চিকিত্সা ইতিবাচক ভূমিকা পালন করেছে ।
জানা গেছে , চীনে যে অঞ্চলগুলোতে চীনা ঐতিহ্যিক পদ্ধতিতেএইডস রোগ চিকিত্সার পরীক্ষা চালানো হয় ইয়ুন্নান প্রদেশতার মধ্যে অন্যতম । ইয়ুন্নান প্রদেশে মোট ৮টি চিকিত্সা কেন্দ্রে এইডস রোগ চিকিত্সা চালানো হচ্ছে ।
জানা গেছে , চীনা চিকিত্সা প্রধানত এইডস রোগীদের ভাইরাস প্রতিরোধমূলক ক্ষমতা বাড়িয়ে দেয় এবং পশ্চিমা চিকিত্সার কার্যকরিতা সমন্বয় করে আংশিক পশ্চিমা ওষুধ চিকিত্সার ক্ষতিকর প্রতিক্রিয়া কমিয়ে দেয় ।
২০০৫ সালের শেষ নাগাদ ইয়ুন্নান প্রদেশে ৪০ হাজার এইচআইভি ভাইরাসবহনকারীর মধ্যে ২২০০এইডস রোগী রয়েছে ।
|