v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-27 19:03:53    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৬/১১/২৭

cri

 সম্প্রতি চীনের সংখ্যালঘু জাতির তৃতীয় সাংস্কৃতিক উত্সব ২০ দিন চলার পর পেইচিংয়ে শেষ হয়েছে। চীনের ৫৬টি জাতির চার হাজার শিল্পী এই সাংস্কৃতিক উত্সবে অংশ নিয়েছেন। এই উত্সবে পরিবেশীত ৩৩টি সাংস্কৃতিক অনুষ্ঠানে চীনের বিভিন্ন সংখ্যালঘু জাতির বৈচিত্রময় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। ২৮ নভেম্বর সংস্কৃতির সম্ভার আসরে ফোং সিউ ছিয়েন আপনাদের এই সাংস্কৃতিক উত্সবের বিস্তারিত তথ্য জানাবেন।

 গত কয়েক বছরে তাইওয়ান প্রণালীর দুই তীরের অধিবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় দু'তীরের আদান-প্রদান বেড়েই চলেছে। এখন আরো বেশি তাইওয়ানবাসী চীনের মূলভূখন্ডে ব্যবসা ও লেখাপড়া করতে এসেছেন। মাতৃভূমির মূলভূখন্ডের স্নেহ-মমতা অনুভব করার জন্যে চীনের বিভিন্ন স্থানের তাইওয়ান বিষয়ক কার্যালয়গুলো নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২৯ নভেম্বর সমাজ দর্পন আসরে শি চিং উ মনে প্রাণে তাইওয়ানবাসীদের পরিসেবায় নিয়োজিত শেন সি প্রদেশের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের কাহিনী শোনাবেন।

 পামির মালভূমিতে বসবাসকারী তাজিকিস্তানের অধিবাসীরা মনে করেন যে, তারা সূর্যের সবচেয়ে নিকটে বসবাস করে থাকেন। তাদের বিয়ের রীতিনীতি যেমন রহস্যপূর্ণ তেমনি বৈচিত্রময়। তাজিকিস্তান জাতির বিয়ের অনুষ্ঠান সাধারণত শরত্কালে হয়। অক্টোবর মাস তাদের বিয়ে করার এক চমত্কার সময়। জেলা থেকে গ্রাম পর্যন্ত প্রায় প্রত্যেক দিনই বিয়ের অনুষ্ঠান হয়। ১৩ বছর বয়স্ক তাজিকিস্তান জাতির মেয়ে পালিমা তার মার সঙ্গে তাসকুর্গানের তাহমান জেলায় খালার বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ৩০ নভেম্বর কন্যা জায়া জননী অনুষ্ঠানে চোং শাও লি "খালার বিয়ের অনুষ্ঠান" শিরোনামে একটি গল্প শোনাবেন।

 দীর্ঘকাল ধরে চীনের অনুন্নত অঞ্চলের গ্রামীণ স্কুলে যোগ্য শিক্ষক ও শিক্ষার অর্থের অভাব ছিল । ওখানের ছাত্রছাত্রীরা শহরের ছাত্রছাত্রীদের মতো একই ধরনের শিক্ষা উপকরণ ও অধিকার ভোগ করতে পারতো না। এই অবস্থার পরিবর্তন করার জন্য অসংখ্য শিক্ষক-শিক্ষিকা গ্রামীণ শিক্ষা কার্যক্রম উন্নয়নের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন। লি ইউয়ান ছাং তাদের মধ্যে একজন। গত ছ'বছরে তিনি উত্তর-পূর্ব চীনের চিলিন প্রদেশের প্রায় ২০০টি স্কুল পরিদর্শন করেছেন এবং ৪২টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন। তিনি দরিদ্র ক্লিস্ট ক্ষুদ্র গ্রামগুলোতে গ্রামীণ শিক্ষা উন্নয়নের জন্য যথাসাধ্য প্রচেষ্টা চালিয়েছেন। ১ ডিসেম্বর সেই গ্রাম এই জীবন আসরে থাং ইয়াও খান লি ইউয়ান ছাং ও তার গ্রামীণ শিক্ষা বিষয়ক সংস্কার সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

 চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় ছেই ছুয়ান নামে একটি প্রতিবন্ধি স্কুল আছে। স্কুল থেকে একটির পর একটি সুন্দর গানের সুর ভেসে আসছিল। আসলে এই স্কুলের ছাত্রছাত্রীরা হাতে হাত মিলিয়ে তাদের স্কুলের গান গাইছিল। বাচ্চাদের মধুর কন্ঠস্বর স্কুলের ক্যাম্পাস ছাড়িয়ে বাইরেও ভেসে আসলো। এই স্কুলের পরিচালকের নাম চম্পা সোন্দ্রে। তিনিও লাসা শহরের একটি সংখ্যালঘু জাতির হস্তশিল্পজাত কেন্দ্রের প্রধান। ২ ডিসেম্বর ওরা অনন্য আসরে থাং ইয়াও খান চম্পা সোন্দ্রে আর তাঁর স্কুলের পরিচয় দেবেন।