v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-27 19:02:57    
ক্যানাডায় চীনা ভাষা শিক্ষার হিড়িকে চীনে গিয়ে চীনা ভাষা শিখতে আসা লোকের সংখ্যা বেড়েছে

cri
    ক্যানাডার নিউ স্টার উয়ীকলি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের দ্রুত উন্নয়নে চীনা ভাষা শিক্ষা বিদেশীদের সংখ্যা দ্রুতভাবে বাড়ছে। জানা গেছে, বর্তমানে বিশ্বে তিন কোটি বিদেশী চীনা ভাষা শিখছেন। এই সংখ্যা আরো বাড়ছে। এতে চীনের অর্থনীতির দ্রুত বিকাশ প্রকাশিত হয়েছে। বর্তমানে ক্যানাডায়ও চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে।

    জানা গেছে, ক্যানাডার নেতৃবৃন্দ চীনের উন্নয়নের দৃষ্টান্ত তুলে ধরতে পারেন। যেমন বিশ বছররের মধ্যেই চীনের অর্থনীতি দশ শতাংশ বেড়েছে। নতুন মধ্য শ্রেণীর সংখ্যা ২০ কোটি বেড়েছে। দ্রুত বিকাশমান শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক বছর ৩.৮ লাখ প্রকৌশলীকে গড়ে তোলা হয়। তাছাড়া গত পাঁচ বছরে চীনের সঙ্গে ক্যানাডার বাণিজ্যিক মূল্য দ্বিগুণ বেড়েছে।

    ক্যানাডার ২৮ বছর বয়সী তরুণ কেইথ চলতি বছরের ফেব্রুয়ারী থেকে পেইচিং ভাষা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিখছেন। তিনি বলেছেন, আমি প্রাথমিক স্কুলের জীবনে আবার ফিরে গেছি বলে মনে হয়। চীনা ভাষা শেখার জন্য তিনি টোরেন্টো ত্যাগ করেছেন। তিনি মনে করেন, চীনের উন্নয়ন খুবই দ্রুত। পেইচিংয়ে চীনা ভাষা শিক্ষার মাধ্যমে তাঁর জীবনে অনেক নতুন সুযোগ আসতে পারে।

    চীনের অর্থনীতি প্রতি বছরই উন্নত হচ্ছে। ক্যানাডায় চীনা ভাষা শিক্ষার হিড়িক পড়েছে। চীনা ভাষা শিক্ষার ছাত্রছাত্রীদের মধ্যে যেমন যুবকযুবতী , তেমনি বৃদ্ধবৃদ্ধাও রয়েছেন। গত বছর টোরেন্টো বিশ্ববিদ্যালয়ের টেকসই শিক্ষা বিভাগে চীনা ভাষা ক্লাসে নাম লেখানোর জন্য প্রচুর লোক অহরহ আসছে। টোরেন্টোর সরকারী শিক্ষা ব্যুরো ২০০৫ সালে প্রাথমিক শিক্ষার্থী এবং নিম্ন মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ২৫২টি চীনা ভাষা শেখার ক্লাস চালু করেছে। ২০০২ সালে এই রকম ক্লাস শুধু ৫০টি ছিল। ২০০৬ সালে চীনা ভাষার ক্লাস সবচেয়ে জনপ্রিয় আন্তর্জাতিক ভাষা ক্লাসে পরিণত হয়েছে। চালু করা ক্লাসের সংখ্যা ৩৪৪টিতে বাড়ানো হবে।

    টোরেন্টোর সরকারী শিক্ষা ব্যুরোর একজন কর্মকর্তা সম্প্রতি চীনা বংশোদ্ভুত বিদেশী তথ্য মাধ্যমকে দেয়া একটি সাক্ষাত্কারে বলেছেন, আরো অনেক অচীনা এখন চীনা ভাষা শেখছে। এটি খুবই মজার ব্যাপার। তিনি বলেন, এসব রুশ ও গ্রীস ছাত্র চীনা ভাষা শিক্ষার প্রক্রিয়ায় কষ্ট পাবে বলে মনে করা হয়েছিল। তবে আসলে চীনা ভাষার প্রতি তাদের আগ্রহ থাকায় তারা ভালো শিখেছেন।

    ক্যানাডার অধিবাসীদের চীনা ভাষা শিক্ষার আগ্রহ ধাপে ধাপে বাড়ানোর পাশা পাশি ক্যানাডার কিছু বিশ্ববিদ্যালয় চীনের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্রছাত্রী বিনিময়ের পরিকল্পনা করেছে। ফলে দু'দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার আদানপ্রদানও সুফল পাওয়া গেছে। চীনের কিছু বিখ্যাত ইনস্টিটিউটও ক্যানাডায় চীনা ভাষা শিক্ষার বাজার সম্প্রসারণের চেষ্টা করছে।

    যদিও ক্যানাডায় আরো বেশি লোক চীনা ভাষা শিখেছেন। কেইথ বলেছেন, বর্তমানে ক্যানাডা ও চীনের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা এখনো দুর্বল রয়েছে। এখন চীনে আপনি অনেক জায়গায়ই স্টাবাক্স, কেএফসি ও ম্যাকডোনাল্ডস দেখতে পাবেন। চীনে একটি টিমহোর্টনস কোফির দোকানও খুঁজে বের করতে পারছেন না। রেসতোঁরা ছাড়া, ক্যানাডার কোন বড় কোম্পানিও চীনে নেই। যেমন ক্যানাডার সব জায়গায় রয়েছে চেইন শিল্প ক্যানাডিয়ান টার। যদিও চীনে নতুন গাড়ী, বাড়িঘর ইত্যাদি দ্রব্যের চাহিদা খুবই বিরাট। তবুও এই কোম্পানির চীনে কার্যক্রম উন্নয়নের পরিকল্পনা নেই।

    যদিও ২৮ বছর বয়সী কেইথের জন্যে বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে চীনা ভাষা শেখা একটি দৃরুহ কাজ, তবুও তাঁর উপলব্ধি ও তত্পরতা ক্যানাডার প্রয়োজন।ক্যানাডা-চীন বাণিজ্য পরিষদের কার্যকরী পরিচালক মার্গারেট কোর্নিশ বলেছেন, এসব মানুষ ক্যানাডায় ফিরে আসার পর দু'দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরো ভালোভাবে উন্নয়নের বিষয়টিকে ত্বরান্বিত করতে পারবেন।

    চীন-ক্যানাডা বাণিজ্যিক সহযোগিতার জন্য আরো বেশি চীনা ভাষা জানা প্রতিভাসম্পন্ন লোকের দরকার।

    মার্গারেট কোর্নিশ আরো বলেছেন, ক্যানাডার আরো বেশি লোক চীনে চীনা ভাষা শেখেন, এতে আমি খুব খুশি। এটি দু'দেশের বাণিজ্যিক সম্পর্ককে ফলপ্রসু করার ক্ষেত্রে আরো বেশি অবদান রাখবে। এটি একটি ইতিবাচক ঘটনা।