ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ২৭ নভেম্বর ঘোষণা করেছে, এ দিন বঙ্গোপসাগরের আকাশে ভারত সাফল্যের সঙ্গে "পৃথিবী" নামক স্বল্প পাল্লার স্থল থেকে স্থল ব্যালিষ্টিক ক্ষেপণাস্ত্রের গতিরোধ পরীক্ষা করেছে।
এই সংস্থার মুখপাত্র বলেছেন, ভারতের সামরিক কর্তৃপক্ষ প্রথমে ওড়িষ্যা প্রদেশের চান্দিপুর ক্ষেপণাস্ত্র সার্বিক পরীক্ষা কেন্দ্রে "পৃথিবী-২" স্থল থেকে স্থল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এক মিনিট পর আরেকটি "পৃথিবী-২" ক্ষেপণাস্ত্র বঙ্গোপসাগরের নিকটে একটি ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ কেন্দ্র থেকে উত্ক্ষেপিত হয়ে সাফল্যের সঙ্গে প্রথম ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়।
এই মুখপাত্র বলেছেন, ভারত এই প্রথম বার সাফল্যের সঙ্গে ক্ষেপণাস্ত্রের গতিরোধ পরীক্ষা করেছে । এটা এক বিরাট সাফল্য।
|