জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলি ২৬ নভেম্বর রাজধানী টিবিলিসিতে রাশিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক পুনরুদ্ধারের আশা আরেক বার ঘোষণা করেছেন।
ইটার-টাস নিউস এজেন্সি সাকাশভিলির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,জর্জিয়া রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকীকরণে ইচ্ছুক। তিনি মনে করেন, রাশিয়ার দু'দেশের সম্পর্ক উন্নয়নের বাধা সম্পর্কে নজর রাখা উচিত।
রাশিয়া জর্জিয়াকে অর্থনৈতিক শাস্তি দেয়ায় সাকাশভিলি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক শাস্তি দেয়া রাশিয়াকে ক্ষতিগ্রস্ত করেছে। এ বিষয়ে জর্জিয়া আপোষ করবে না। তাই সংলাপের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধারের উপায় খুঁজে বের করা উচিত।
জানা গেছে, ২৪ নভেম্বর সাকাশভিলি রাশিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের কথা প্রকাশ করেছেন। এর পাশা পাশি তিনি আশা করেন, চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য স্বাধীন রাষ্ট্র সমূহের কমনওয়েলথ দেশের শীর্ষ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাত্ করবেন।
|