চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সৌর শক্তি চালিত মোট বিদ্যুত উত্পাদন ক্ষমতা ৯ কোটি কিলোওয়াটে দাঁড়িয়েছে । বিদ্যুত উত্পাদন পরিমানের দিক থেকে চীনে তিব্বত অঞ্চলে প্রথমস্থান অধিকার করেছে ।
তিব্বতের বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন সূত্রে জানা গেছে , চীনের মধ্যে তিব্বতে সবচেয়ে বেশি সৌরশক্তি বিকিরণ হয় । সূর্যালোকের সময় বছর গড়ে ৩০০০ ঘন্টারও বেশি । তাই তিব্বতে সৌরশক্তি চালিত বিদ্যুত উত্পাদন কেন্দ্র নির্মাণ করার বিশেষ গুরুত্ব আছে । তিব্বতে ৪০০টি নানা ধরণের সৌরশক্তিচালিত বিদ্যুত উত্পাদন কেন্দ্র নির্মিত হয়েছে । সৌরশক্তি সম্পদ ব্যবহারের মাধ্যমে প্রথমবারের মতো তিব্বতের জেলা সরকার ও আবাসিক এলাকার বিদ্যুত সমস্যার সমাধান করা হয়েছে ।
|