এবারে ১৫তম এশীয় গেমস পয়লা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে। এশিয়ার সবচেয়ে বৃহত্তম প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য চীনা প্রতিনিধি দল সম্প্রতি পেইচিংয়ে গঠন করা হয়েছে। চীনা দল সপ্তম বারের মত এশীয় গেমসে স্বর্ণপদকের তালিকায় প্রথম স্থানে উঠার চেষ্টা করবে। আরেকটি লক্ষ্য হল এবারের এশীয় গেমসের মাধ্যমে ২০০৮ সালে অনুষ্ঠিতব্য পেইচিং অলিম্পিক গেমসের জন্য খেলোয়াড়দের অনুশীলন করা না।
এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের ১২হাজারেরও বেশি খেলোয়াড় ও কর্মকর্তা এবারের গেমসে অংশ নেবেন। এবারের এই এশীয় গেমসে ৩৯টি বিভাগে ৪২৪টি আইটেসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেজন্য, এশীয় গেমসের ইতিহাসে এবারের গেমসে সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে এবং সবচেয়ে বেশি খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেবেন।
১৭ নভেম্বর, ১৫তম দোহা এশীয় গেমসে অংশগ্রহণকারী চীনা প্রতিনিধি দল পেইচিংয়ে আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।
চীনা প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ৯শোরও বেশি। এর মধ্যে ৬শোরও বেশি খেলোয়াড় রয়েছে। এবারের এশীয় গেমস হল চীনের অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির পাঠানো প্রতিনিধিদলের নবম বারের মত এশীয় গেমসে অংশ নেয়া। ১৯৮২ সালে নয়া দিল্লী এশীয় গেমস থেকে শুরু করে চীন ছয়বার এশীয় গেমসের স্বর্ণপদকের তালিকার প্রথম অবস্থানে ছিল। চীনা প্রতিনিধি দলের প্রধান লিউ ফেং বলেছেন, একটানা সাতবার এশীয় গেমসের স্বর্ণপদকের তালিকার প্রথম স্থানে উঠা হল চীনা প্রতিনিধি দলের লক্ষ্য।
সঙ্গে সঙ্গে দোহা এশীয় গেমস হল চীনের ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমসের আগে সর্বোশেষ অংশ নেয়া আন্তর্জাতিক গ্রীষ্মকালীন প্রতিযোগিতা। চীনা প্রতিনিধি দলের উপপ্রধান ও চীনের জাতীয় ক্রীড়া ব্যুরোর উপপরিচালক তুয়ান শিচিয়ে বলেছেন, পেইচিং হবে ২০০৮ অলিম্পিক গেমসের স্বাগতিক শহর, সেজন্য চীনা প্রতিনিধি দল এবারের এশীয় গেমসে সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গে পেইচিং অলিম্পিক গেমসের মৈত্রী প্রচারের দায়িত্ব পালন করবে। প্রতিযোগিতা অংশ গ্রহণ এ সাফল্য অর্জনের মধ্য দিয়ে খেলোয়াদগণ পেইচিং ও চীনা জনগণের ভাল প্রতি মূর্তিকে তুলেধরবে । তিনি বলেছেন, 'চীন হবে ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস ও ২০১০ সালে কুয়াংচৌ এশীয় গেমসের স্বাগতিক দেশ। সেজন্য চীনের ওপর সজাগ দৃষ্টি রাখা হবে। খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা আমাদের সবার উচিত শুধু যে প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা তা নয় প্রতিপক্ষ, রেফারী, দর্শক ও স্থানীয় রীতিনীতি এবং ধর্মকে সম্মান প্রদর্শন করা'
চীনা প্রতিনিধি দলের একজন কর্মকর্তা বলেছেন, এই প্রতিনিধি দলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দলে যুব খেলোয়াড়ের সংখ্যা বেশি। ৬৪৭জন খেলোয়াড়ের মধ্যে শুধু ১৬৭জন এথেনস অলিম্পিক গেমস ও বুসান এশীয় গেমসে অংশ নিয়েছেন। অন্যদিকে, ৪শোরও বেশি খেলোয়াড় কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এ পর্যন্ত অংশ নেন নি। এ সম্পর্কে তুয়ান শিচিয়ে বলেছেন, কোন বিশ্ববিখ্যাত্ খেলোয়াড় দলে অংশ নেন নি। কারণ তাঁদের উচিত এখন বিশ্রাম নেয়া এবং যুব খেলোয়াড়দের উচিত ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমসের জন্য কঠোর অনুশীলন করা। তিনি বলেছেন, 'আমাদেশের বেশির ভাগ খেলোয়াড়ই বিশ্ব চ্যাম্পিয়নশীপ, বিশ্বকাপ ও ২০০৮ সালের অলিম্পিক গেমসের বাছাইপর্বের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। কিন্তু এবারের এশীয় গেমস শীতকালে অনুষ্ঠিত হচ্ছে, বেশির ভাগ খেলোয়াড়ই বিশ্রাম করছেন। সেজন্য আমরা বেশি যুব খেলোয়াড় পাঠাবো। প্রথমত: ২০০৮ সালের অলিম্পিক গেমসের জন্য যুব খেলোয়াড়দের অনুশীলন করাবো। এবং দ্বিতীয়ত: বিশ্ববিখ্যাত্ খেলোয়াড়দের বিশ্রাম সুযোগ দেয়া।'
এশীয় গেমসের সঙ্গে অন্যান্য গেমসের পার্থক্য রয়েছে। বিশেষ করে বহু প্রতিযোগিতা রয়েছে যা অলিম্পিক গেমসে নেই। কিন্তু এসব প্রতিযোগিতা এশীয় দেশ ও অঞ্চলে খুবই জনপ্রিয়। চীনা প্রতিনিধি দল সক্রিয়ভাবে প্রতিযোগিতায় যোগ দেয়া এবং ভালভাবে খেলার জন্য প্রস্তুতি নিয়েছে। খবরে প্রকাশ, চীনা প্রতিনিধি দল কারাতে ও কাবাডি ছাড়াও প্রতিযোগিতায় ৩৭টি বিভাগে ৩৬২টি আইটেসে অংশ নেবে। এর মধ্যে ২৭টি আইটেসে হল অলিম্পিক গেমসের এবং ১০টি নয়। তুয়ান শিচিয়ে বলেছেন, 'দোহা এশীয় গেমসে বহু আইটেস রয়েছে যা যে অলিম্পিক গেমসের নয়। কিন্তু আমাদের নীতি হল: যথসম্ভব এসব আইটেসে অংশ নেয়া, চীন সক্রিয় অংশ নেয়ার মনোভাব বজায় রাখবে এবং ও এশিয়া ও অন্যান্য অঞ্চলের সঙ্গে অভিজ্ঞান বিনিময় করবে। আমরা সক্রিয়ভাবে খেলোয়াড়দের সামর্থ্য বাড়ানো এবং এবারের এশীয় গেমসে সাফল্য অর্জনের চেষ্টা করবো।'
তিনি বলেছেন, চীনা খেলোয়াড়রা দোহা এশীয় গেমসে চমত্কার ক্রীড়া নৈপুন্য দেখাবে এবং এশীয় দেশ ও অঞ্চলের জনগণের কাছে চীনের বন্ধুত্বের কথাৱ প্রচার করবেন।
|