v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-11-27 15:59:46    
২০ থেকে ২৭ নভেম্বর, ২০০৬

cri
চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১৫ থেকে ২৬ নভেম্বার পযর্ন্ত ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আয়োজিত এপেকের নেতৃবৃন্দের ১৪তম অনানুষ্ঠানিক সম্মেলনে নিয়েছেন। তিনি পর পর ভিয়েতনাম, লাওস, ভারত, পাকিস্তান সফর করেছেন। প্রেসিডেন্ট হু চিন থাওয়ের সফর সঙ্গী, চীনের পররাষ্ট্র মন্ত্রী লি চাও শিয়েন চীনের সাংবাদিকদের একটি যৌথ সাক্ষাত্কারে বলেছেন, এবার সফর মৈত্রী গভীরতর করা, পারস্পরিক আস্থা জোরদার করা, সহযোগিতা সম্প্রসারণ করা এবং ভবিষ্যতের নকশা প্রণয়ন করার লক্ষ্য বাস্তবায়ন করেছে।

১২ দিন সফরে প্রেসিডেন্ট হু চিন থাও মোট ৮৮টি তত্পরতায় অংশ নিয়েছেন। তিনি বিভিন্ন দেশের নেতৃ্বৃন্দের সঙ্গে বাস্তব বৈঠক করেছেন এবং দ্বিপাক্ষীক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক আর আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করেছেন। তা ছাড়া তিনি এশিয়া ও প্রশান্ত মহা সাগরীয় অঞ্চলের সহযোগিতা সম্বন্ধে চীনের নীতিপন্থা ব্যাখ্যা করেছেন। সফরকালে চীন উল্লেখিত দেশসমূহের

আন্তর্জাতিক মানবাধিকার সেমিনার শেষ

'মানবাধিকার সম্মান ও ত্বরান্বিত এবং সম্প্রীতি বিশ্ব প্রতিষ্ঠা' নামক আন্তর্জাতিক সেমিনার ২৪ নভেম্বর পেইচিংয়ে শেষ হয়েছে। তিন দিনব্যাপী সেমিনারে অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে মতৈক্য হয়েছে যে, মানবাধিকার ত্বরান্বিত করা হল অসম্প্রীতি দূর ও সম্প্রীতিময় বিশ্ব বাস্তবায়নের একটি কার্যকর উপায়।

সেমিনারে প্রতিনিধিরা মানবাধিকার ত্বরান্বিত ও সম্প্রীতিময় বিশ্ব প্রতিষ্ঠার সম্পর্ক নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। তাঁদের মধ্যে মতৈক্য হয়েছেন যে, বর্তমানে বিশ্বে বহু সাম্প্রদায়ীক বিষয় রয়েছে, যা মানবাধিকারকে পুরোপুরি সম্মান ও সুরক্ষা করে নি। মানবাধিকার সমস্যায় বিভিন্ন দেশের উচিত ন্যায্যভাবে সংস্কৃতি ও মানবাধিকার উন্নয়নের বৈচিত্র্যময় স্বীকার করা এবং অন্যান্য দেশ ও জাতির বৈশিষ্ট্যময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যিকে সম্মান করা।

বাংলাদেশের প্রেসিডেন্টঃ সাধারণ নির্বাচন স্বাভাবিকভাবে আয়োজন করতে পারে

বাংলাদেশের প্রেসিডেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী ইয়াজুদ্দিন আহমেদ ২২ নভেম্বর এক টেলিভিশন ভাষণে আশা প্রকাশ করেছেন, পরবর্তী সাধারণ নির্বাচন দেশব্যাপী জনগণ ও বিভিন্ন রাজনৈতিক পার্টির সাহায্যে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে ।

আহমেদ বলেছেন, কিছু কিছু রাজনৈতিক পার্টি নির্বাচন কমিটির চেয়ারম্যান আজিজের নিরপেক্ষতার ওপর সন্দেহ করেছে। অনেক রাজনৈতিক পার্টি আজিজকে ক্ষমতাচ্যুত হওয়ার দাবি জানিয়েছে, কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হতে চান না বলে বর্তমানের রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বিভিন্ন পক্ষের গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের জন্যে আহমেদ নির্বাচন কমিটিতে আরো দু'জন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, গতবছরের মে মাসে আজিজ নির্বাচন কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পর, সুপ্রিম কোর্টির বিরোধীতা অগ্রাহ্য করে প্রার্থীদের নাম তালিকা আবার প্রস্তুতি নিয়েছেন। বৃহত্তম বিরোধিতা পার্টি আওয়ামী লীগ এর তীব্র প্রতিবাদ করেছে এবং তাঁকে ক্ষমতাচ্যুত হওয়ার দাবি জানিয়েছে। নাহলে পরবর্তী সাধারণ নির্বাচনে অংশ নেবে না।

নেপালের সরকার বিরোধী দলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে

নেপালের সাত দলীয় জোট সরকার এবং সরকার বিরোধী সশস্ত্র দল ২১ নভেম্বর সন্ধ্যায় রাজধানী কাঠমুন্ডুতে শান্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে। ফলে ১১ বছরের গৃহযুদ্ধ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা সাত দলীয় জোট সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করার পর বলেছেন, এই চুক্তি নেপালে শান্তি আনবে। নেপাল শান্তি ও উন্নয়নের নতুন যুগে প্রবেশ করেছে। নেপালের সরকার বিরোধী সশস্ত্র দলের নেতা প্রাচানডা বলেছেন, চুক্তি স্বাক্ষরের পর নেপালের জনগণ বিশ্ববাসীর কাছে শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের সাফল্য প্রদর্শন করবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রচিয়াং ইউ ২২ নভেম্বর পেইচিংএ বলেছেন, চীন সরকার নেপালের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে স্বাক্ষরিত ' সার্বিক শান্তি চুক্তিকে' স্বাগত জানায়।

বিবিসি'র জিম্মি পাকিস্তানী সংবাদদাতা মুক্তি পেয়েছেন

বিবিসির ২১ নভেম্বরের খবরে প্রকাশ, তাদের একজন পাকিস্তানী সংবাদদাতা জিম্মি হওয়ার এক দিনের পর মুক্তি পেয়েছেন।

দিলাওয়ার খান ওয়াজির হলেন বিবিসি'র উর্দু ভাষা বিভাগের একজন সংবাদদাতা। ২০ নভেম্বর ইসলামাবাদ ত্যাগ করে রাওয়ালপিন্ডিতে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়। বিবিসি'র খবর অনুযায়ী, অপহরণকারীরা ওয়াজিরিকে তার খবরের উত্স সম্পর্কে জিজ্ঞাসবাদ করেছে।

পাকিস্তান সরকারের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, এই বিষয়ে তারা তদন্ত করবে।

পাকিস্তান ও ব্রিটেন নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ১৯ নভেম্বর পাকিস্তানের লাহোর সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ারের সঙ্গে তথ্য সহযোগিতা, আফগানিস্তানের তালিবানদের ওপর আঘাত হানাসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন। বৈঠক শেষে যৌথ ঘোষণায় দু'দেশ পরস্পরের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের ওপর আঘাত হানার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছে।

ঘোষণায় দু'পক্ষ নিজেদের মধ্যে সংলাপ জোরদার করতে রাজি হয়েছে এবং মাদক ব্যবসায়ী, সন্ত্রাসবাদ, বেআইনী অভিবাসী ও আন্তঃদেশীয় অপরাধ-প্রবণতা দমনের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে যৌথ কার্যকরী দল প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিনদা রাজাফাকসে ১৯ নভেম্বর বলেছেন, তাঁর সরকার বিরোধী এলটিটিই'র চাপের কাছে নতি স্বীকার করবে না। শ্রীলংকা সরকার সন্ত্রাসী তত্পরতা অব্যাহতভাবে দমন করবে ।

১৯ নভেম্বর রাজাফাকসের ক্ষমতারোহনের এক বছর পূর্তি হয়েছে। তিনি বলেছেন, গতবছর শ্রীলংকা সরকার সন্ত্রাস দমনে অনেক অগ্রগতি অর্জন করেছে। টাইগার গেরিলাদের ক্ষমতা এখন শুধু কয়েকটি গ্রামের মধ্যে সীমাবদ্ধ।

গত সপ্তাহে শ্রীলংকা সরকার আর টাইগার গেবিলাদের মধ্যে ব্যাপক রসংঘর্ষ হয়েছে। এতে মোট ৩ হাজার লোক নিহত হয়েছে।

ইরাক ও সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনস্থাপন করা হবে

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি ও সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মৌয়ালিম ২১ নভেম্বর বাগদাদে একটি চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তিতে দু'পক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে ১৯৮২ সাল থেকে বিছিন্ন দু'দেশের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পুনস্থাপন করা হবে।

মৌয়ালিম ১৯ নভেম্বর বাগদাদে পৌঁছেছেন। তিনি হলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম তোসেনের ক্ষমতাচ্যুত হওয়ার পর ইরাক সফরকারী সিরিয়ার একজন পদস্থ কর্মকর্তা। সফরকালে মৌয়ালিস বলেছেন, সিরিয়া যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে ইরাক সরকারের অভ্যন্তরীণ সংঘর্ষ নিরসনে সাহায্য করবে এবং ইরাকের সঙ্গে সীমান্ত এলাকার নিরাপত্তার ব্যাপারেও সহযোগিতা জোরদার করবে।

ফিলিস্তিন- ইসরাইল সমস্যা নিয়ে মিসরের কর্মকর্তার সঙ্গে হামাস নেতার আলোচনা

হামাস নেতা খালেদ মেশাল ২৩ নভেম্বর মিসরের রাজধানী কায়রোতে সে দেশের গোয়েন্দা ব্যুরোর প্রধান ওমার সোলেইমানের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় করা এবং ফিলীস্তিন জাতীয় যৌথ সরকার গঠন বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করেছে।

জানা গেছে, মাশাল মিসরের অন্য নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সাক্ষাত্ করেছেন, কিন্তু এ সব বৈঠকের কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।

আরো জানা গেছে, এবারের সফর ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে যুদ্ধবন্দী বিনিময় করার ব্যাপারে অগ্রগতি অর্জিত হবে।

গত অক্টোবর মাসে মোট ৩৭০০জন ইরাকী প্রাণ হারিয়েছে

২২ নভেম্বর জাতিসংঘের একটি রির্পোট থেকে জানা গেছে , গত অক্টোবর মাসে মোট ৩ হাজার ৭ শ' ৯জন ইরাকী বিভিন্ন সহিংস ঘটনায় প্রাণ হারিয়েছে । ২০০৩ সালে ইরাকে যুদ্ধ বাধার পর গত তিন বছরের মধ্যে গত মাসেই সবচেয়ে বেশি নিরীহ ইরাকী নিহত হয়েছে। এই রির্পোটে আরো বলা হয়েছে , এ বছরের ফেব্রুয়ারী মাস থেকে শিয়া সম্প্রদায়ের পবিত্র আলী আল হাদি মসজিদে বিস্ফোরণ ঘটার পর ব্যাপকভাবে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয় । ফলে ৪.২ লাখ ইরাকী নিজের আবাসিক এলাকা ত্যাগ করতে বাধ্য হয়েছে ।

রাশিয়া আগামী বছর বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ হতে পারে

রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী জারমান গ্রেফ ২১ নভেম্বর মস্কোয় বলেছেন , রাশিয়া আগামী বছর বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশ হতে পারে ।

তিনি আরো বলেছেন , বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি শেষ পর্যায় রয়েছে । রাশিয়া সাত থেকে আট মাসের মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যদেশগুলোর সঙ্গে বৈঠক শেষ করার চেষ্টা করছে । তিনি বলেছেন , রাশিয়ার পক্ষে এক্ষুনি বিশ্ব বাণিজ্য সংস্থায় অংশ নেয়ার চেয়ে নিজের অনুকুল শর্তে এই সংস্থায় অংশ নেয়াই বেশি গুরুত্বপূর্ণ । কাজেই বিশ্ব বাণিজ্য সংস্থায় রাশিয়ার অন্তর্ভুক্তি অনুমানের চেয়েও দেরী হতে পারে ।