" সভ্যতার পথ - বিশ্ব সভ্যতার ওপর বিশ্বব্যাপী ভ্রমণ" নামক চীনের বিরাট আকারের টিভি তত্পরতা ২৬ নভেম্বর পেইচিংয়ে শুরু হয়েছে । ২১জনকে নিয়ে গঠিত একটি টিভি গ্রুপ পৃথিবীর ৫৫টি দেশে গিয়ে সর্বতোভাবে বিশ্বের ১২টি ধরণের প্রধান সভ্যতার চিত্রায়ন করবে ।
এর আগে চীনের বিশেষজ্ঞরা লাতিন আমেরিকার সভ্যতা , আফ্রিকার শ্বেতাংগদের সভ্যতা , ইসলামিক সভ্যতা ও পশ্চিম ইউরোপীয় সভ্যতা সহ বিশ্বের বিভিন্ন প্রধান সভ্যতার ওপর ১০ বছরব্যাপী গবেষণা চালিয়েছেন । এ গবেষণাকে তাত্ত্বিক ভিত্তি হিসেবে গ্রহণ করে এবারের টিভি তত্পরতা বিশ্বের ১২টি প্রধান সভ্যতার উত্পত্তি ও বিকাশ এবং তার বিবর্তন ও বর্তমান অবস্থা চিত্রায়ন করে প্রদর্শন করবে ।
পরিকল্পনা অনুসারে চীনের টিভি গ্রুপ এ বছরের শেষ দিকে রওয়ানা হবে এবং ২০০৮ সালের জুন মাসে স্বদেশে ফিরে আসবে । তারা মোট ২ লাখ কিলোমিটার পথ অতিক্রম করবে ।
|