চীনের কমিউনিষ্ট ইউথ লীগের কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে , এ বছরের প্রথমার্ধ পর্যন্ত চীনে নেট ব্যবহারকারী সংখ্যা ১২ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে । এর মধ্যে ১৮ বছরে চেয়ে কম এমন অল্প বয়স্ক লোকের সংখ্যা মোট সংখ্যার ১৪.৯ শতাংশ অর্থাতএক কোটি ৮৩ লাখে দাঁড়িয়েছে ।
কমিউনিষ্ট ইউথ লীগের কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , এখন ইন্টার নেট কিশোরকিশোরীদের বেড়ে ওঠার এক বুনিয়াদী সামাজিক ব্যবস্থায় পরিনত হয়েছে ।
তিনি বলেছেন , ইন্টার নেটের দ্রুত উন্নয়ন কিশোরকিশোরীদের বেড়ে ওঠার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বয়ে আনবে । এর মধ্যে নেট-নেশা সমস্যাটি সবচেয়ে উল্লেখযোগ্য । গত বছর প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে , চীনে বিপুল সংখ্যক কিশোরকিশোরী নেট ব্যবহারকারীর নেটনেশা সমস্যা আছে ।
|