চীনের পিপল্স ডেইলী পত্রিকার ২৫ নভেম্বরের খবরে প্রকাশ , বিভিন্ন স্থানে শীতকালে দুর্গত জনসাধারণের মৌলিক চাহিদা মেটনোর লক্ষ্যে চীনের কেন্দ্রীয় সরকার আবারো ১.৬৭ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে ।
এ বছরের শুরু থেকেই চীনের কিছু কিছু এলাকায় গুরুতরভাবে টাইফুন , ভূমিকম্প , ভূমিধ্বস ও খরার মত প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে । ফলে জনসাধারণের জানমালের বিরাট ক্ষতি হয়েছে । দুর্গত এলাকাগুলোর জনগণের মৌলিক চাহিদা মেটানোর জন্যে এ পর্যন্ত চীনের কেন্দ্রীয় সরকার ৪.৯ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে ।
তাছাড়া চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ সরেজমিনে দুর্গত এলাকাগুলোর জনসাধারণের পুনর্বাসন কাজ পর্যবেক্ষণের জন্যে কিছু কর্ম গ্রুপও পাঠিয়েছে ।
|